বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সামনে। এই সমীকরণ মাথায় নিয়েই আজ রবিবার লর্ডসে মাঠে নামতে যাচ্ছে দুই দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক ফাফ সরফরাজ আহমেদ।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও অধিনায়ক), হারিস হোসেল, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহীন আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকা (একাদশ): কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, আন্দাইল ফেহলুকেয়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি।