বাঁচা-মরার ম্যাচের আগে বিপদে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তাঁদের বাঁচা-মরার ম্যাচের আগে দুঃসংবাদ শুনতে হয়েছে দলটিকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়ে শঙ্কায় রয়েছে ক্যারিবিয়ানরা।
অধিনায়ক জেসন হোল্ডার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। যেকারণে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশ সাজানোর আগে বাড়তি চিন্তা করতে হচ্ছে ক্রিস গেইল-এভিন লুইসদের।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও চোট নিয়ে মাঠে নেমেছিলেন রাসেল। পুরো ম্যাচ জুড়েই ফিল্ডিংয়ের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। বোলিংয়ে নিজের দশ ওভারের কোটাও পূরণ করেননি সেদিন।
হোল্ডার বলেন, 'আমার মনে হয় না রাসেলকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাতে পারব আমরা। তাঁর ক্রনিকাল ইনজুরি রয়েছে। কোনো দিন সে ফিট থাকছে আবার কোনো দিন তাঁর ইনজুরি বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
রাসেল সেভাবে অনুশীলন করছে না, তাই আমরা ধরে নিয়েছি যে গুরুত্বপূর্ণ ম্যাচের আমরা তাঁকে পাচ্ছি না। বিকল্প নিয়ে ভাবছি আমরা।'
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেও অনুশীলনে উপস্থিত ছিলেন না রাসেল। তারপরও তাঁকে একাদশে রেখে মাঠে নেমেছিল ক্যারিবিয়ানরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার বাঁচা-মরার ম্যাচে হয়তো রাসেল বিহীন ওয়েস্ট ইন্ডিজকে দেখা যেতে পারে।