দুর্দান্ত সাকিবে অভিভূত ইরফানও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১২৪ রানের অপরাজিত ইনিংস খেলার মাধ্যমে দলকে জেতানোর পর সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে খেলতে নেমে ৭ উইকেটে ক্যারিবিয়ানদের হারিয়েছে বাংলাদেশ।
আর টাইগারদের এই জয়ের পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন সাকিব। বল হাতে দুই উইকেট শিকার করা সাকিব ব্যাটিংয়ে নেমে ১৬টি চারের সাহায্যে মাত্র ৯৯ বলে ১২৪ রান করেন। একই সাথে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

সাকিবের অসাধারণ এই অলরাউন্ড পারফর্মেন্সের পর তাঁর বন্দনা করে ইরফান তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা (বাংলাদেশ), এখন দুর্দান্তভাবে রান তাড়া করলো উইন্ডিজের বিপক্ষে। দলকে জয় এনে দেয়ার জন্য সাকিব আল হাসানের এটি অসাধারণ উজ্জ্বল পারফর্মেন্স ছিল।'
Beaten South Africa,Now again Wonderful chase by @BCBtigers against the windies. It was pure brilliance by @Sah75official to win the game for them #BANvsWI
— Irfan Pathan (@IrfanPathan) June 17, 2019
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে পঞ্চমে উঠে এসেছে মাশরাফি বাহিনী।