পরাজয়ের ভূতকে তাড়াও, আহ্বান ডু প্লেসির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে চায় দক্ষিণ আফ্রিকা। আগামীকাল মাঠে নামার আগে তাই দলকে অনুপ্রেরণা যুগিয়েছেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসি।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে পরাজয়ের ভূতকে পেছনে ফেলে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। সংবাদ সম্মেলনে ডু প্লেসি বলেছেন,

'আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা আমাদের সকল শক্তি সঞ্চয় করে রাখতে পারি এবং পরের ম্যাচে ফোকাস করতে পারি। আমরা যদি গত সপ্তাহের ভূত এখনও আমাদের সাথে বয়ে নিয়ে চলি তাহলে অনেক কঠিন হবে ঘুরে দাঁড়ানো। আমরা পেছন ফিরে তাকাতে পারি না।'
অন্তত ফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে এবারের বিশ্বকাপে এসেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিন ম্যাচে হেরে সেই স্বপ্ন বেশ ধুসর হয়ে পড়েছে তাদের। তবে এখনই আশা হারাতে নারাজ ডু প্লেসি। হাতে থাকা বাকি ম্যাচগুলোতে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে দল ইঙ্গিত দিয়ে তাঁর ভাষ্য,
'আমরা যদি পেছন ফিরে তাকাই তাহলে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়বো এবং হয়তো একটি, দুটি কিংবা তিনটি ম্যাচে আমরা জয় পাবো, কিন্তু আমরা যা চেয়েছি সেটি অর্জন করতে পারবো না। আমরা নিজেদের মধ্যে আলাপ করেছি এবং নিশ্চিত করেছি যে আমরা এখনও শক্ত আছি ও আমরা জানি যে আমাদের কি করতে হবে।
বাকি পাঁচ ম্যাচে আমাদের নির্দিষ্ট লক্ষ্য আছে। প্রত্যেকে দলের জন্য প্রস্তুত। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এটি হয়তো আমরা যা খেলতে চাই সেটি ছেলেদের কাছ থেকে বের করে আনবে। আমরা জানি যে আমরা এখনও পুরোপুরি নিজেদের শক্তি প্রদর্শন করিনি।'