ওভালে কঠিন পরীক্ষার মুখে শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে এবারের বিশ্বকাপে সবথেকে বেশি সমস্যায় পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি বাতিল হওয়ায় এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। সেই কারণে পঞ্চমে থাকা লঙ্কানদের জন্য সেমিফাইনালে পা রাখার পথটিও কিছুটা কঠিন হয়ে পড়েছে।
এমতাবস্থায় আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে দিমুথ করুনারত্নের দলকে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় লন্ডনের কেনিংটন ওভালে অজিদের মুখোমুখি হবে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিমত্তা এবং আত্মবিশ্বাসের দিক থেকে এদিন বেশ পিছিয়েই থাকবে লঙ্কানরা।
একে তো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে অজিদের থেকে চার ধাপ পিছিয়ে আছে শ্রীলঙ্কা, তার ওপর চার ম্যাচে তিন জয় নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে অ্যারন ফিঞ্চে?? অস্ট্রেলিয়া। সুতরাং স্পষ্টভাবে আগামীকালের ম্যাচে আন্ডারডগের তকমা নিয়ে খেলতে নামবে লঙ্কানরা।
তবে এরপরেও নিজেদের দল নিয়ে ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসীই মনে হয়েছে শ্রীলঙ্কা দলের অধিনায়ক করুনারত্নেকে। তিনি জানিয়েছেন নিজেদের দিনে যে কাউকে হারাতে সক্ষম তাঁর দল। অন্য দলের সাথে তুলনায় না যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেছেন,
'আমাদের দলে সীমিত সংখ্যক প্রতিভাবান আছে। কিন্তু অন্য দলের সঙ্গে যদি তুলনা করেন তাহলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। যেমন ভারতের সাথে যদি তুলনা করেন, ওদের প্রতি ম্যাচে সেঞ্চুরি করার মতো ব্যাটসম্যান আছে। আর আমাদের হয়তো পুরো বছর মিলিয়ে একজন বা দুইজন সেঞ্চুরি করে। আমাদের সীমাবদ্ধতা নিয়েই খেলতে হয়। ওভাবেই লড়তে হয়, আমরা ভারতকে অনুকরণ করতে পারি না। আমাদের নিজস্ব ছন্দ আছে। তবে আমরা যদি ঠিকভাবে খেলি, আমরা যে কাউকে হারাতে পারি।'
অবশ্য এই ম্যাচের আগে ইনজুরি নিয়ে সমস্যায় ভুগছে শ্রীলঙ্কা। দলটির অন্যতম সেরা পেসার নুয়ান প্রদীপ এখনও সেরে না ওঠায় তাঁর খেলা অনিশ্চিত এই ম্যাচেও। সেক্ষেত্রে ইসুরু উদানা খেলবেন আগামীকাল।

এদিকে অস্ট্রেলিয়াকে আস্থা যোগাচ্ছে পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচের পারফর্মেন্স। ৪১ রানের সেই জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসনরা। সুতরাং আগামীকালও তাদের ওপর আস্থা রাখবে অজি টিম ম্যানেজমেন্ট।
চতুর্থ স্পেশালিষ্ট পেসার হিসেবে কাল আরও থাকছেন নাথান কুল্টার নাইল। আর মার্কাস স্টয়নিস এখনও ইনজুরি থেকে সেরে না ওঠায় এই ম্যাচে থাকছে না তিনি। এছাড়াও পঞ্চম বোলার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে গ্ল্যান ম্যাক্সওয়েলকে।
তবে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়া স্টয়নিস না থাকাটাকে বড় ধাক্কা হিসেবে দেখছেন অজি অধিনায়ক ফিঞ্চ। তিনি জানিয়েছেন আগামীকাল বাড়তি পেসার নিয়ে খেলতে নামবেন কিনা সেটি কন্ডিশনের ওপরে ভিত্তি করে ঠিক করা হবে। অজি দলপতির ভাষায়,
'হ্যা, এটি কঠিন বিষয় যখন ছেলেরা ইনজুরিতে পড়ে, বিশেষ করে অলরাউন্ডাররা যারা আমাদের দলের ব্যালান্স ঠিক রাখে যথাযথভাবে এবং যারা আপনাকে একটি অতিরিক্ত পেস বোলিং অপশন ঠিক করে দেয় এবং টপ অর্ডারে সাহায্য করে। সুতরাং এটি এখনই কঠিন বলা যে আপনি একজন অতিরিক্ত বোলার নাকি ব্যাটসম্যান নিয়ে খেলতে নামবেন। এটি কন্ডিশনের উপর নির্ভর করে।'
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য)-
কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।
অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য)-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্ল্যান ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন।