ক্যারিবিয়ানদের বিপক্ষে নির্ভার থাকবেন আর্চারঃ মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার নিজ দেশের বিপক্ষে খেলতে নামছেন জফরা আর্চার। ক্যারিবিয়ানদের বিপক্ষে মানসিক চাপ ভালোভাবেই নিয়ন্ত্রণ করবেন আর্চার, বিশ্বাস ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের।
পিতার জন্মস্থান ইংল্যান্ড হওয়াতে আইনি প্রক্রিয়ায় বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ইংল্যান্ডের হয়ে নাম লিখিয়েছিলেন আর্চার। অথচ উইন্ডিজের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছিলেন তিনি।

একই অভিজ্ঞতা আছে মরগানেরও। আয়ারল্যান্ডের হয়ে ২০০৭ বিশ্বকাপেও খেলেছিলেন মরগান। অথচ বর্তমান ইংল্যান্ড দলের অধিনায়ক তিনি। আর্চার প্রসঙ্গে কথা বলার সময় নিজের অভিজ্ঞতা টেনে এনে বলেন,
'আগামীকাল মাঠে নামার আগে সে এই চাপ কখনোই বুঝতে পারবে না। আমি যখন ওই অবস্থায় ছিলাম তখন আমার অনুভুতি ছিল অন্যরকম। যে দলের হয়ে আপনার খেলার কথা ছিল তাঁদের বিপক্ষে খেলাটা অবশ্যই অন্যরকম।
'তবে আমি নিশ্চিত সে এই চাপ ভালোভাবে নিয়ন্ত্রণ করবে যেমনটা সে নিয়ন্ত্রণ করে এসেছে। তাঁর সামনে যত চ্যালেঞ্জ এসেছে সবই সে ভালোভাবে মোকাবেলা করে এসেছে। দেখা যাক কি হয়। সে এই মুহূর্তে ইংল্যান্ডের হয়ে খেলছে, বিষয়টি দারুণ।'
বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ছয় উইকেট নিয়েছেন আর্চার। গতি আর সুইংয়ের জাদুতে ইতিমধ্যেই বিমোহিত করেছেন ক্রিকেট প্রেমীদের।