অনিশ্চিত উড

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে উইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে সংশয় রয়েছে ইংলিশ পেসার মার্ক উডের। গোড়ালির ইনজুরিতে পড়েছেন এই ইংলিশ ফাস্ট বোলার।
ম্যাচের দিন (শুক্রবার) সকালে নেটে বোলিং করবেন ২৯ বছর বয়সী উড। তখন যদি তাঁকে ফিট মনে হয়, তবেই তাঁকে ম্যাচে নামাবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

তবে খেলার মতো ফিট না হলে উডকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয় স্বাগতিকরা। কেনন?? বাম গোড়ালিতে এর আগে তিনবার অপারেশন হয়েছে উডের। অধিনায়ক ইয়ন মরগান ম্যাচের আগের দিন গণমাধ্যমকে জানান,
'তাঁর (উড) বাম গোড়ালি নিয়ে কিছুটা আশংকা রয়েছে। বেশ কিছুদিন ধরে সে বল করেনি। সকালে সে যখন বল করবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে। যদি আশংকা থাকে তাহলে আমরা কোনো ঝুঁকি নিবো না।'
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে উঠেছেন দলের উইকেটরক্ষক জশ বাটলার। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন এই উইকেটরক্ষক।