নিরপেক্ষ ধারাভাষ্য চায় আইসিসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বিশ্বকাপে ধারাভাষ্যকারদের আরো স্বচ্ছ এবং নিরপেক্ষ ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিংয়ের করা ধারাভাষ্য নিয়েই সমস্যার সৃষ্টি হয়েছে।
গত সপ্তাহে অস্ট্রেলিয়া বনাম উইন্ডিজের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়াররা। ম্যাচ চলাকালে আম্পায়ারিং নিয়ে কড়া সমালোচনা করেন ধারাভাষ্য কক্ষে থাকা সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার মাইকেল হোল্ডিং।

বিষয়টি নজরে এসেছে আইসিসির। রয়টার্সকে আইসিসির একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ধারাভাষ্যকারদের স্বচ্ছ এবং নিরপেক্ষ মন্তব্য করার ব্যাপারে চিঠি দিয়েছে আইসিসি। সূত্রটি জানায়,
'আমাদের কারো কথা আটকানোর কোনো উদ্দেশ্য নেই। আমরা তাঁদের অনুরোধ করেছি তাঁরা যেন তাঁদের মন্তব্যের প্রতি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকে। আমরা বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি চাই, একারণেই ধারাভাষ্য কক্ষে সাবেক ক্রিকেটাররা বসেন।'
সেই ম্যাচে দুইবার ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলকে আউট দেওয়া হয়। দুইবারই রিভিউ নিয়ে বেঁচে যান গেইল। এরপর গেইল যে বলে আউট হয়েছেন, তার আগের বল ছিল বিশাল এক নো বল।
আম্পায়ার যদি সেই বলকে নো ঘোষণা করতেন তবে পরের বল (যে বলে গেইল ফিরে যান) ফ্রি হিট হিশেবে বিবেচিত হতো। সবমিলিয়ে বেশ কয়েকটি বাজে সিদ্ধান্তের মুখে পড়ে উইন্ডিজ, ম্যাচও হারে তাঁরা।