promotional_ad

শেহজাদের অভিযোগকে ভিত্তিহীন দাবী আফগান বোর্ডের

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরিগ্রস্ত না হওয়ার পরেও দল থেকে তাঁকে জোর করে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। তাঁর অভিযোগকে ভিত্তিহীন বললেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তা।


বোর্ডের চিফ এক্সিকিউটিভ আসাদুল্লাহ খান ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,



promotional_ad

'এটা বলা অবশ্যই ভুল হবে যে তাঁকে জোর করে বাদ দেওয়া হয়েছে। আমরা আইসিসিকে ইতিমধ্যেই একটি মেডিক্যাল রিপোর্ট দিয়েছি, যেখানে বলা আছে সে ফিট নয়। এরপরেই আইসিসি তাঁর বদলে অন্য ক্রিকেটার দলে নিতে আমাদের অনুমতি দিয়েছে।


'সে আমাদের প্রধান ব্যাটসম্যান। যে ব্যাট হাতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। তাঁর মতো আমাদের একজন সেরা ক্রিকেটারকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল।'


উল্লেখ্য, ৩২ বছর বয়সী শেহজাদ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই ইনজুরি আক্রান্ত হয়েছিলেন। ম্যাচটিতে রিটায়ার্ড হার্ট হয়ে উইকেট ছেড়ে আসেন তিনি। 



যদিও বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম দুই ম্যাচেই একাদশে ছিলেন তিনি। অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার বিপক্ষে যথাক্রমে ০ এবং ৭ রান করেন তিনি। তাঁকে বাদ দেওয়ার পর দেশে ফিরে তিনি দাবী করেন, জোর করেই বাদ দেওয়া হয়েছে তাঁকে।


আফগানিস্তান মিডিয়া শেহজাদ জানান, ‘আমার ইনজুরি নিয়ে কোন সমস্যা নেই। এবং আমি সম্পূর্ণ ফিট। আমাকে স্কোয়াড থেকে একরকম জোর করে বাদ দেওয়া হয়েছে। এমনকি আমার সঙ্গে কথাও বলা হয়নি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball