বিশ্বকাপে বল থেকে বাড়তি সুবিধা পাচ্ছে পেসাররাঃ বোল্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এই বিশ্বকাপে ব্যবহৃত বলগুলো থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন পেস বোলাররা, মনে করছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। বলের ডিজাইনে কিছুটা পরিবর্তন থাকায় বাড়তি সুইং করছে বলগুলো।
একারণে বলের উপর বেশ ভালো নিয়ন্ত্রণ পেসারদের, মনে করছেন বোল্ট। সম্প্রতি ১৫০ উইকেট অর্জন করা বোল্ট গণমাধ্যমের সামনে জানান,

'এই আসরের ব্যবহৃত বল আলাদা। বলের মধ্যে গ্লসগুলো আলাদা। এগুলোর রঙ করা হয়েছে ভিন্নভাবে। তাই এইসব বলে সুইং একটু ভালোভাবে হচ্ছে।'
এবারের বিশ্বকাপে ব্যবহৃত বল হাতে নিয়ে নিয়ন্ত্রণ করাও অনেক বেশি সহজ বোলারদের জন্য, মনে করছেন বোল্ট। গতানুগতিগ ধারার বাইরের বলগুলো নিয়ে বোল্ট আরও জানান,
'সাধারণত সাদা বলগুলোতে কোয়ার্টার সিম লক্ষণীয়। বলের সবকিছুই বেশ স্পষ্ট থাকে। কিন্তু এগুলোতে সবকিছু ঢেকে দেওয়া। তাই বলগুলো হাতে নেওয়া আরামদায়ক। আর বলগুলো সুইংও করে দারুণ। তাই আমি অনেক খুশি।'