ইংল্যান্ডকে বাংলাদেশ হারালে তা অঘটন হবে নাঃ প্ল্যাঙ্কেট
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগের দুই বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। আর এবারের বিশ্বকাপেও যদি এমন হয় তা আর অঘটন নয়, বলে মনে করছেন ইংলিশ ফাস্ট বোলার লিয়াম প্ল্যাঙ্কেট।
এবারের বিশ্বকাপে অনেক বেশি পরিণত দল বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের দল নিজেদের দিনে যে কাউকেই হারাতে পারে বলে মনে করছেন প্ল্যাঙ্কেট।

'ইংল্যান্ডকে তাঁরা (বাংলাদেশ) যখন হারিয়েছে, তখনকার কথা মনে করছি। এটা অবশ্যই হতাশাজনক ঘটনা ছিল। তবে এবারের প্রতিযোগিতায় অঘটন বলে কিছু নেই।
'পাকিস্তান দলটি যথেষ্ট ভালো দল। এমনকি বাংলাদেশ বা ভারত, তাঁরাও আমাদের হারানোর সামর্থ্য রাখে। তাঁদের শক্তিমত্তা সম্পর্কে আমরা জানি। তাঁরা এভাবেই খেলতে পছন্দ করে।'
উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে চমকে দিয়েছিল টাইগাররা। ইমরুল কায়েসের ৬০ এবং মাহমুদুল্লাহ রিয়াদ (২১*) ও শফিউল ইসলামের (২৪*) ফিনিশিংয়ে সেই ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা।
এরপর ২০১৫ সালের বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি (১০৩) এবং মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরির (৮৯) সৌজন্যে ১৫ রানের জয় পায় বাংলাদেশ।