স্মিথের ইনিংস থেকে শিখতে বললেন হোল্ডার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
স্টিভ স্মিথের ১০৩ বলে ৭৩ রানের ধৈর্যশীল ইনিংস থেকে দলের টপঅর্ডারকে শিক্ষা নিতে বললেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টেন্ট ব্রিজে অজিদের কাছে ১৫ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন তিনি।
প্রথম ইনিংসে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার ৩৮ রানে চার উইকেট চলে যায়। সেখান থেকে ২৮৮ রানে পৌঁছায় অজিরা। মাঝে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন স্মিথ।

এরপর ন্যাথান কোলটার নাইলের সঙ্গে ১০২ রানের গুরুত্বপূর্ণ আরেকটি জুটি গড়েন স্মিথ। ম্যাচ শেষে জেসন হোল্ডার জানান,
'আমরা অবশ্যই গত ম্যাচে সুযোগ হাতছাড়া করেছি। আমরা এখান থেকে শিখতে পারি। এই ম্যাচে হেরে গিয়ে আমরা হতাশ। খেলায় জুটিই বড় ব্যবধান গড়ে দেয়।
'স্টিভ এবং অ্যালেক্স এবং তারপরে ন্যাথান কোলটার নাইল যেমনটা গড়তে পেরেছে। তাঁরা ইতিবাচক ছিল। স্টিভ খুবই ধৈর্য সহকারে খেলেছে। স্টিভ যেভাবে খেলেছে উপরের চারজনের সেভাবে খেলা উচিত ছিল।'
ম্যাচে পিছিয়ে থেকেও জিততে পারায় অজিদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি হোল্ডার। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচগুলোতে খেলতে চান তিনি।
'সবার ভুল থেকে শেখা উচিত। দায়িত্ব নেওয়া উচিত। বিশেষ করে রান তাড়া করার সময়। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। তাঁরা সত্যিকার অর্থেই দারুণ খেলেছে।'