টানা এগারোতম হার পাকিস্তানের

ছবি: ছবিঃ এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
আগে থেকেই টানা অফফর্মে আছে পাকিস্তান। দশটি ম্যাচ হেরে বিশ্বকাপ খেলতে নামা দলটি হেরেছে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেও। নটিংহামে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে সরফরাজ আহমেদের দল। এনিয়ে টানা ১১তম হার পাকিস্তানের।
উইন্ডিজের বিপক্ষে মাত্র ২১.৪ ওভার ব্যাটিং করে ১০৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ক্রিস গেইলের ঝড়ো ফিফটিতে মাত্র ১৩.৪ ওভারে এই লক্ষ্য অতিক্রম করে উইন্ডিজ।
ছয়টি চার এবং তিনটি ছক্কায় ৩৪ বলে ৫০ রান করেন গেইল। নিকোলাস পুরান খেলেন ১৯ বলে ৩৪* রানের দুর্দান্ত একটি ইনিংস। পাকিস্তানের হয়ে একমাত্র সুখবর মোহাম্মদ আমিরের ফর্মে ফেরা।

এদিনে উইন্ডিজের তিনটি উইকেটই নিয়েছেন আমির। নটিংহামে এদিনে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। কিন্তু ওশানে থমাস-আন্দ্রে রাসেলদের পেসের সামনে টিকতেই পারেনি দলটি।
উইন্ডিজের হয়ে গতিতারকা থমাস এদিনে একাই নিয়েছেন চার উইকেট। অধিনায়ক জেসন হোল্ডারের ঝুলিতে আছে তিন উইকেট। এছাড়া আন্দ্রে রাসেল দুটি এবং শেলডন কটরেল একটি উইকেট নিয়েছেন।
এদিনে ব্যাট হাতে দুই অংক ছুঁতে পেরেছেন পাকিস্তানের চার ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ২২ রান এসেছে যৌথভাবে ফখর জামান এবং বাবর আজমের ব্যাট থেকে।
এছাড়া মোহাম্মদ হাফিজ ১৬ এবং ওয়াহাব রিয়াজ করেন ১৮ রান। উল্লেখ করার মতো কোনো জুটি গড়তে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
পাকিস্তানঃ- ১০৫/১০ (২১.৪ ওভার)
(ফখর ২২, বাবর ২২; থমাস ৪/২৭)
উইন্ডিজঃ- ১০৮/৩ (১৩.৪ ওভার)
(গেইল ৫০, পুরান ৩৪*; আমির ৩/২৬)