promotional_ad

২২ ওভারেই শেষ পাকিস্তান!

ছবিঃ এএফপি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগে থেকেই টানা অফফর্মে আছে পাকিস্তান। দশটি ম্যাচ হেরে বিশ্বকাপ খেলতে এসেছে তাঁরা। এবার নিজেদের উদ্বোধনী ম্যাচের প্রথম ইনিংসেও দুর্বল পারফর্ম করেছে দলটি। উইন্ডিজের বিপক্ষে মাত্র ২১.৪ ওভার ব্যাটিং করে অলআউট তাঁরা।


স্কোর বোর্ডে তুলতে পেরেছে মাত্র ১০৫ রান! বিশ্বকাপে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ১৯৯২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৪ রানে অলআউট হয়েছিল দলটি।


promotional_ad

নটিংহামে এদিনে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। কিন্তু ওশানে থমাস-আন্দ্রে রাসেলদের পেসের সামনে টিকতেই পারেনি দলটি।


উইন্ডিজের হয়ে গতিতারকা থমাস এদিনে একাই নিয়েছেন চার উইকেট। অধিনায়ক জেসন হোল্ডারের ঝুলিতে আছে তিন উইকেট। এছাড়া আন্দ্রে রাসেল দুটি এবং শেলডন কটরেল একটি উইকেট নিয়েছেন।


এদিনে ব্যাট হাতে দুই অংক ছুঁতে পেরেছেন পাকিস্তানের চার ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ২২ রান এসেছে যৌথভাবে ফখর জামান এবং বাবর আজমের ব্যাট থেকে।


এছাড়া মোহাম্মদ হাফিজ ১৬ এবং ওয়াহাব রিয়াজ করেন ১৮ রান। উল্লেখ করার মতো কোনো জুটি গড়তে পারেননি পাকিস্তানের ব্যাটসম্য???নরা।


সংক্ষিপ্ত স্কোরঃ-
পাকিস্তানঃ-
১০৫/১০ (২১.৪ ওভার)
(ফখর ২২, বাবর ২২; থমাস ৪/২৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball