আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশি ব্যাটসম্যান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২১৬/৮ (৪০.২ ওভার)
সাইফউদ্দিন ০*, মিরাজ ০* ; বুমরাহ ২/২৫, চাহাল ২/৩৩
ভারতঃ ৩৫৯/৭ (৫০ ওভার)
( ধোনি ১১৩, রাহুল ১০৮; রুবেল ২/৪৭)
মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রান। জবাবে ব্যাট করছে বাংলাদেশ দল।
আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশি ব্যাটসম্যানরাঃ
৯০ রান করা মুশফিককে সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন কুলদিপ। স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেন নি তিনি। ৯৪ বলের ইনিংসে ২ ছয় ৬ চার হাঁকিয়েছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকতকেও উইকেটে টিকতে দেননি কুলদিপ। স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে রানের খাতা না খুলতেই মোসাদ্দেককে ফেরান তিনি। পরের ওভারেই ফিরেছেন সাব্বির রহমান। জাদেজার বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। মাত্র ৯ রান করতে সক্ষম হয়েছেন সাব্বির।
ফিরলেন রিয়াদঃ

মাত্র ৯ রান তুলতেই সাজঘরের পথ ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কুলদিপ যাদবের বলে সামনে এসে মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু একেবারেই ব্যাটে বলে করতে ব্যর্থ হয়েছেন রিয়াদ। সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন এই ডানহাতি। এক মাত্র আগলে রেখেছেন মুশফিক। ৭২ রানে ব্যাটিং করছেন তিনি।
পরপর দুই উইকেট চাহালেরঃ
৩২তম ওভারে বল করতে এসে ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে উইকেট তুলে নিয়ে হ্যাট্রিকের সামনে আছেন ভারতের লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল। সামনে এসে মারতে গিয়ে উইকেটরক্ষক ধোনি স্ট্যাম্পিং করে ফেরত পাঠান দারুণ ছন্দে থাকা লিটনকে। ৯০ বলে ৭৩ রানের ইনিংস খেলে ফিরেছেন লিটন। নতুন ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা মোহাম্মদ মিঠুন পরের বলেই চাহালের গুগলিতে লেগ বিফরের ফাঁদে পড়েন। রানের খাতা না খুলতেই ফিরে যেতে হয় তাঁকে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাথে আছেন অর্ধশতক হাঁকানো মুশফিক, তিনি ব্যাটিং করছেন ৫৯ রানে।
চোট পেয়েছেন লিটনঃ
ইনিংসের ৩১তম ওভারের শেষ বলে চোট পেয়েছেন লিটন। স্পিনার রবিন্দ্র জাদেজার বলে স্কুপ খেলতে গেলে ব্যাটের কানায় লেগে নিজের থুনিতেই বল লাগে তাঁর। সাথে সাথে ফিজিও মাঠে এসে তাঁকে চিকিৎসা করেন। তবে চোট ওতটা গুরুতর নয়।
অর্ধশতকের ঘরে মুশফিকঃ
লিটনের পর ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়ে নিয়েছেন মুশফিক। ৫৮ বলে অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। যেখানে ৪টি চার এবং ১টি ছয় হাঁকিয়েছেন। এদিকে আগ্রাসী ব্যাটিং করেছেন লিটন। স্ট্রাইক রেট বাড়িয়ে ৭০ রানে পৌঁছে গেছেন তিনি।
লিটনের অর্ধশতকঃ
ব্যাট হাতে দলকে আগলে রেখেছেন ডানহাতি ওপেনার লিটন। ভারতের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে তুলে নিয়েছেন অর্ধশতক। যুবেদ্র চাহালের বলে চার মেরে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ৬৬ বলে লিটনের হাঁকানো অর্ধশতকে ছিল ছয়টি চারের মার। লিটনের সাথে দলের জন্য অবদান রাখছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে ৩৫ রানে পৌঁছে গেছেন তিনি।
দলীয় শতক টাইগারদেরঃ
৪৯ রানেই দ্রুত উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে দলীয় শতক উপহার দেন মুশফিকুর রহিম এবং ওপেনার লিটন কুমার দাস। লিটন ব্যাটিং করছেন ৪১ রানে, মুশফিকের রান ২৫।
ব্যর্থ সাকিবঃ
সাকিব বুমরাহর প্রথম বলেই বোল্ড হয়ে আউট হয়েছেন।
ফিরলেন সৌম্যঃ
২৯ বলে ২৫ রান করে জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছ???ে দীনেশ কার্তিককে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সৌম্য সরকার।
সৌম্য-লিটনের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরুঃ
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস।