প্রস্তুতি ম্যাচে পাত্তাই পেল না ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লন্ডনের কেনিংটন ওভালে বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ছয় উইকেটে হেরেছে ভারত। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মেন্স করে জয় তুলে নিয়েছে কেন উইলিয়ামসন বাহিনী।
এই ম্যাচে কিউই বোলারদের তোপের মুখে মাত্র ১৭৯ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দলটির। দলীয় ৩ রানে তাঁরা ওপেনার রোহিত শর্মার উইকেট হারায়।
তিনি মাত্র ২ রান করে ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন। এরপর ২ রান করা ধাওয়ানকে টম ব্লান্ডেলের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বোল্ট। ৬ রান করা লোকেশ রাহুলকে বোল্ড করে ফিরিয়ে ভারতীয় টপ অর্ডারে ধস নামান বোল্ট।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ব্যক্তিগত ১৮ রানে বোল্ড আউট করেন কলিন ডি গ্র্যান্ডহোম। পঞ্চম উইকেটে জুটি গড়ে ভারতের ইনিংস গড়ার দায়িত্ব নেন মহেন্দ্র সিং ধোনী ও হার্দিক পান্ডিয়া।

এই দুজনে যোগ করেন ৩৮ রান। পান্ডিয়া ৩০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুতই দীনেশ কার্তিক (৪) দ্রুত সাজঘরে ফিরেছেন। দুজনকেই নিজের শিকার বানিয়েছেন টিম সাউদি।
ধোনী ১৭ রান করে ফিরলে দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় ভারত। তবে শেষ দিকে জাদেজার ৫৪ রানের ইনিংসে লজ্জা এড়ায় ভারত। ৩৯.২ ওভারে তাঁরা অল আউট হয় ১৭৯ রানে।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট একাই নিয়েছেন ৪টি উইকেট। ৩টি নিয়েছেন জিমি নিশাম। ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ডি গ্র্যান্ডহোম ও লকি ফার্গুসন।
লক্ষ্য তত বড় নয়। তারপরেও ইনিংসের শুরুতে হোঁচট খায় কিউইরা। দলীয় ৩৭ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরেন দুই কিউই ওপেনার কলিন মুনরো (৪) এবং মার্টিন গাপটিল (২২)।
এরপরে ১১৪ রানের লম্বা জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেইলর। ৮৭ বলে ৬৭ রান করে যুবেন্দ্র চাহালের স্পিনে ধরাশায়ী হন উইলিয়ামসন।
দলকে জয়ের থেকে এক রান দূরত্বে রেখে রবীন্দ্র জাদেজার স্পিন ফাঁদে পরেন টেইলর। ফেরার আগে করেন ৭১ রান। আর কোনো বিপদ ঘটতে দেননি হেনরি নিকোলস (১৫*) এবং টম ব্লান্ডেল (০*)। ৩৭.১ ওভারে ম্যাচ শেষ করেন তাঁরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ১৭৯/১০ (৩৯.২ ওভার)
(জাদেজা ৫৪, হার্দিক ৩০; বোল্ট ৪/৩৩)
নিউজিল্যান্ডঃ ১৮০/৪ (৩৭.১ ওভার)
(টেইলর ৭১, উইলিয়ামসন ৬৭; বুমরাহ ১/২)