promotional_ad

গা গরমের ম্যাচে জিতল প্রোটিয়ারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কার্ডিফে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিং, এরপরে অ্যাণ্ডিল ফেহলুকায়োর দুর্দান্ত বোলিংয়ে এমন জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।


টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। গা গরমের ম্যাচে রান পেয়েছেন আফ্রিকার ব্যাটসম্যানরা।


বিশ্বকাপের আগে অফফর্ম দুশ্চিন্তায় থাকা হাশিম আমলার ব্যাটে এদিনে এসেছে ৬৫ রানের দারুণ একটি ইনিংস। আরেক ওপেনার এইডেন মার্করাম (২১) অবশ্য ব্যর্থ হয়েছেন বলা যায়।



promotional_ad

তিনে নেমে প্লেসিস করেছেন ৮৮ রান। ৬৯ বলের ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার। এরপর ভ্যান ডার ডাসেনের ৪০, জেপি ডুমিনির ২২, ফেহলুকায়োর ২৫* ও ক্রিস মরিসের ২৬* রানের সুবাদে বড় রান করে প্রোটিয়ারা।


শ্রীলংকার হয়ে সুরাঙ্গা লাকমল এবং নুয়ান প্রদীপ দুটি করে উইকেট লাভ করেন। বিশাল রান তাড়া করতে নেমে ৪২.৩ ওভারে ২৫১ রানেই অলআউট হয়েছে শ্রীলংকা।


দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে আসে ৬৪ রান। কুশল মেন্ডিস করেন ৩৭ রান। 


উল্লেখ করার মতো রান করেননি আর কেউই। প্রোটিয়াদের হয়ে ফেহলুকায়ো এদিনে নিয়েছেন চারটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি।



সংক্ষিপ্ত স্কোরঃ-


দক্ষিণ আফ্রিকাঃ- ৩৩৮/৭ (৫০ ওভার)
(প্লেসিস ৮৮, আমলা ৬৫; লাকমল ২/৬৩)
শ্রীলংকাঃ- ২৫১/১০ (৪২.৩ ওভার)
(করুনারত্নে ৮৭, ম্যাথিউস ৬৪; ফেহলুকায়ো ৪/৩৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball