promotional_ad

হেরেই চলছে পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সময় ভালো যাচ্ছে না পাকিস্তানের। টানা দশটি ওয়ানডে হেরে বিশ্বকাপে আসা দলটি বিশ্বকাপের আগমুহূর্তে প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছেও। ব্যাটে-বলে দাপট দেখিয়ে তিন উইকেটের জয় পেল আফগানিস্তান।


টসে জিতে আগে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরিতে ৪৭.৫ ওভারে ২৬২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ১০৮ বলে বাবরের ব্যাটে আসে দশটি চার ও দুটি ছক্কায় ১১২ রানের ইনিংস।


এছাড়া অভিজ্ঞ শোয়েব মালিক এবং ইনফর্ম ওপেনার ইমাম উল হক এদিন পেয়েছে রানের দেখা। ইমাম করেন ৩২ রান। শেষের দিকে কার্যকরী ৪৪ রানের ইনিংস খেলেন মালিক।



promotional_ad

মূলত আফগান বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে এদিনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। দাওলাত জাদরান এবং রশিদ খান নেন দুটি করে উইকেট। মোহাম্মদ নবীর শিকার তিনটি উইকেট।


বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে আফগানিস্তান। ২৩ রান করে অবসরে যান মোহাম্মদ শেহজাদ। জাজাই ফিরেন ২৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে।


পাক বোলারদের নৈপুণ্যে শেষদিকে উইকেট হারাচ্ছিল আফগানরা। কিন্তু হাশমতউল্লাহ শহীদির ১০২ বলে খেলা ৭৪* রানের দায়িত্বশীল একটি ইনিংসে দুই বল হাতে রেখেই জয় পায় আফগানরা।


রহমত শাহ ৩২ এবং মোহাম্মদ নবী করেন ৩৪ রান। পাক বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ। দুটি উইকেট নেন ইমাদ ওয়াসিম।



কিছুদিন আগেই ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। তারও আগে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি।


সংক্ষিপ্ত স্কোরঃ-


পাকিস্তানঃ- ২৬২/১০ (৪৭.৫ ওভার)
(বাবর ১১২, মালিক ৪৪; নবী ৩/৪৬)
আফগানিস্তানঃ- ২৬৩/৭ (৪৯.৪ ওভার)
(শহীদি ৭৪*, জাজাই ৪৯; রিয়াজ ৩/৪৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball