২৫০ রান করেও জেতা সম্ভবঃ কোহলি

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের পরের ভাগের ম্যাচগুলোতে ২৫০ রান করেও জেতা সম্ভব বলে মনে করছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। বৃহস্পতিবার ইংল্যান্ডের কার্ডিফে এমন মন্তব্য করেছেন তিনি।
রাউন্ড রবিন প্রক্রিয়ায় এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে সবগুলো দলই পরস্পরের সাথে খেলবে। টানা ম্যাচে শেষের দিকে বাড়তি চাপে থাকবে ক্রিকেটাররা।

বিশেষ করে সেমিফাইনালের আগে বাড়তি চাপ ভর করবে দলগুলোর উপরে। একারণে গ্রুপপর্বের শেষের ভাগের ম্যাচগুলোতে অনেক বেশি রান হবে না বলে বিশ্বাস কোহলির।
'বিশ্বকাপের পরের ভাগে আমি অনেক বেশি হাই স্কোরিং ম্যাচ দেখছি না। কিছু দল অবশ্যই তা পেতে পারে। কিন্তু আপনি দেখবেন ২৫০ রান করেও সেটা ডিফেন্ড করা যাচ্ছে। কেননা এখানে চাপের বিষয় আছে।
'আপনি যখন নকআউটের কাছাকাছি যাবেন তখনই চাপে থাকবেন। তখন প্রথম বল থেকেই দেখেশুনে খেলবেন। দলগুলো কোনো না কোনো উপায় বের করে নিবে।'
তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ২৭০-২৮০ রান অতিক্রম করাটাও হবে অনেক বেশি কঠিন। চাপ সামলানোর পরিক্ষা দিতে হবে দলগুলোকে, মনে করছেন কোহলি।
'হাই স্কোরিং বিশ্বকাপ হলেও বিশ্বকাপের মঞ্চে ২৬০-২৭০ রান অতিক্রম করেও ৩৭০-৩৮০ রান অতিক্রম করার মতোই কঠিন হবে। চাপ সামলানোর উপরে অনেক কিছুই নির্ভর করছে।'