promotional_ad

ধবল ধোলাই হয়েও ইতিবাচক পাক কোচ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে ধবল ধোলাই হয়েছে পাকিস্তান। কিন্তু এমন পরাজয়ের পরেও তা থেকে ইতিবাচক দিক খুঁজে বের করছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার।


আর তা হচ্ছে দলের ব্যাটিং। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর চারটি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের রান ছিল যথাক্রমে ৩৬১,৩৫৮, ৩৪০ এবং ২৯৭।



promotional_ad

ব্যাটিং ইউনিটের এমন ভালো পারফর্মেন্স আসন্ন বিশ্বকাপে দলকে আত্মবিশ্বাস যোগাবে মনে করছেন আর্থার। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের দুর্বলতা গুলো শোধরানোর দিকেই নজর তাঁর। আর্থার জানান,


'আমরা যখন ইংল্যান্ডে এসেছিলাম সবাই বলেছে আমরা ২৮০ রান করার মতো দল। কিন্তু আমরা নিজেদের প্রমাণ করেছি। এটা দলের ব্যাটিং ইউনিটকে দারুণ আত্মবিশ্বাস দিবে। এখান থেকে আমরা ইতিবাচক অনেক কিছুই নিতে পারি। 


'আমাদের হাতে কয়েকদিন আছে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। দুইটি প্রস্তুতি ম্যাচ আছে, এরপর বিশ্বকাপ। আমরা যেসব ক্রিকেটার পেয়েছি তাতে আমরা অনেক আত্মবিশ্বাসী। আমাদের কিছু বিষয়ে উন্নতি করতে হবে, তাহলেই আমরা ভালো ফলাফল করব।'



ইংল্যান্ডের সাথে মূলত বাজে ফিল্ডিংয়ের কারণেই হেরেছে পাকিস্তান। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ লুফে নিতে পারেনি তাঁরা। এছাড়াও বিভিন্ন সমস্যা ছিল ফিল্ডিংয়ে। আর্থারও স্বীকার করেন নিলেন তা।


'দুই দলের প্রধান পার্থক্য ছিল ফিল্ডিংয়ে। এটা আমার জন্য অনেক দুশ্চিন্তার। কেননা এখানে আমরা অনেক শ্রম দিয়েছি। কিন্তু আমরা সেভাবে ফল পাইনি এখনো। আমরা আরও চেষ্টা করতে থাকব। আমরা আমাদের গতি বাড়াব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball