বিশ্বকাপের রিজার্ভ দলে ব্রাভো-পোলার্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না মিললেও দশ সদস্যের রিজার্ভ তালিকায় জায়গা পেয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ড। একইসঙ্গে এই একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও, যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে সুনিল অ্যামব্রিস ও রেইমন রেইফারের মতো দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররাই জায়গা করে নিয়েছেন উক্ত তালিকায়। এই প্রসঙ্গে ক্যারিবিয়ানদের নির্বাচক কমিটির চেয়ারম্যান রবার্ট হেইনস জানান,

'আমরা একটি ব্যালেন্সিং রিজার্ভ তালিকা তৈরি করেছি যা আমাদের চাহিদা পূরণ করেছে। যদি কোনও বদলি ক্রিকেটারের দরকার হয় তবে আমরা চাহিদা মতো ক্রিকেটার বেছে নিবো।
'ব্যালেন্সিং রিজার্ভ তালিকা তৈরি করতে গিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্য- দুইদিকেই আমরা গুরুত্ব দিয়েছি। এরা প্রত্যেকেই যখন প্রয়োজন তখন সবটুকু উজাড় করে দিবে।'
উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ব্রাভো ক্যারিবিয়ানদের হয়ে শেষবার ওয়ানডে ম্যাচে খেলেছেন ২০১৪ সালের অক্টোবরে। পোলার্ড ওয়ানডেতে খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে।
উইন্ডিজের রিজার্ভ তালিকাঃ- কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, সুনিল অ্যামব্রিস, রেইমন রেইফার, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, রোস্টন চেজ, খারি পিয়েরি, শেন ডাওরিচ ও কিমো পল।