অধিনায়ক পরিবর্তনে ক্ষুদ্ধ রশিদ-নবী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে হুট করে অধিনায়কত্ব পরিবর্তনের কারণে চটেছেন দুই আফগান তারকা মোহাম্মদ নবী ও রশিদ খান। দুজনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
শুক্রবার তিন ফরম্যাটের জন্যা ভিন্ন ভিন্ন অধিনায়কের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রহমত শাহকে টেস্ট, গুলবাদিন নাইবকে ওয়ানডে ও রশিদ খানকে দেয়া হয়েছে টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব।

এই প্রসঙ্গে এক টুইট বার্তায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ নবী। তিনি মনে করেন অধিনায়কত্ব পরিবর্তনের সঠিক সময় নয় এটি।
'দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে এবং আফগানিস্তানের ক্রিকেটের উত্থান দেখে আমি মনে করি না যে এটা অধিনায়ক পরিবর্তনের সঠিক সময়। বিশেষ করে বিশ্বকাপের আগে। দলটি আসগরের নেতৃত্বে সত্যিই ভালো করছিলো এবং ব্যক্তিগত ভাবে আমি মনে করি সেই আমাদের নেতৃত্ব দেয়ার জন্য সঠিক মানুষ।'
আফগানিস্তানের টি-টুয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রশিদ খানও অধিনায়কত্ব পরিবর্তনকে মেনে নিতে পারেননি। তিনি কঠোর সমালোচনা করেছেন নির্বাচকদের। তিনি এটাকে দায়িত্বহীন ও পক্ষপাতমূলক বলে মূল্যায়ণ করেছেন।
'নির্বাচক কমিটির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করছি। এটা দায়িত্বহীন এবং পক্ষপাতমূলক। আমাদের সামনে ক্রিকেট বিশ্বকাপ আছে। এসময় আসগর আফগানের অধিনায়ক থাকা উচিত। তার অধিনায়কত্ব দলের সাফল্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো বড় আয়োজনের মাত্র মাস খানিক বাকি, অধিনায়কত্ব বদল অনিশ্চয়তা তৈরি করবে এবং দলের মনোবল প্রভাবিত হবে।'