promotional_ad

টি-টুয়েন্টি সিরিজেও প্রোটিয়াদের দাপট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে বৃষ্টি আইনে ৪৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।


টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে করেছে দুই উইকেটে ১৯৮ রান। ডোয়াইন প্রিটোরিয়াস করেছেন ৪২ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৭৭* রান।



promotional_ad

এছাড়া ওপেনার রিজা হ্যান্ডরিক্সের ব্যাট থেকে আসে ৫২ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৬৬ রান। শেষদিকে তিনটি ছক্কা ও দুইটি চারে ১৪ বলে ৩৪* রানের ক্যামিও খেলেন অধিনায়ক জিন পল ডুমিনি।   


বড় লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে শ্রীলংকা। দলের টপঅর্ডার শুরু থেকেই আসা যাওয়ায় ব্যস্ত থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার নিরোশান ডিকওয়েলা।


শেষদিকে ২৩ বলে চারটি ছক্কায় ৩৬ রানের ক্যামিও খেলেন ইসুরু উদানা। এছাড়া এঞ্জেলো পেরেরা করেন ১৫ রান। এছাড়া কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি।



দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি উইকেট নিয়েছেন অ্যান্ডিল ফেহলুকায়ো। দুটি করে উইকেট নিয়েছেন জুনিয়র ডালা এবং লুথো সিম্পালা।


শ্রীলংকার ইনিংসের মাঝপথে বৃষ্টি বাগড়া দেওয়ায় বৃষ্টি আইনে শ্রীলংকার নতুন লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১৮৩ রান। কিন্তু বৃষ্টি নামার আগেই ছয় উইকেট হারিয়ে বসে শ্রীলংকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball