ভারতের বিশ্বকাপ ভীতি ইংল্যান্ড-পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তৃতীয় বারের মতো বিশ্বকাপ ঘরে তোলার সামর্থ্য আছে ভারতের, তবে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড এবং পাকিস্তানকে ভারতের হুমকি বলে মানছেন ভারতীয় লেগস্পিনার কুলদিপ যাদব।
নিজ দেশের মাটিতে বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী, যার কারণে তাঁদের হট ফেভারিট মানছেন কুলদিপ।

'বিশ্বকাপ ঘরে আনার সুযোগ আমাদের সবার আছে অবশ্যই। আমরা ছাড়াও অনেক শক্তিশালী দল আছে। আমার মনে হয় অন্য সব দলের তুলনায় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ বেশি শক্তিশালী। তাঁরা ঘরের মাটিতে খেলবে।'
এদিকে ভারত-পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচটি নিয়ে অনেক জলঘোলা হলেও সেদিকে নজর নেই ২৪ বছর বয়সী এই স্পিনারের।
পাকিস্তানের সাম্প্রতিক পারফর্মেন্স সতর্ক করছে ভারতকে। বুধবার দিন গণমাধ্যমকে কুলদিপ জানিয়েছেন,
'পাকিস্তানের খেলা দেখে মনে হচ্ছে বিশ্বকাপে তাঁরাও ভালো খেলবে। তাই ইংল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচটির দিকে চোখ থাকবে আমাদের।'
সম্প্রতি ২-৩ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে ভারত। বিশ্বকাপের আগে এমন নড়বড়ে পারফর্মেন্সে তাই একটু বেশিই সতর্ক ভারত।