আইপিএলের আগে কোহলির টোটকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ভারতীয় ক্রিকেটারদের নিজের ফিটনেস এবং পরিশ্রমের প্রতি নিজেদের খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন অধিনায়ক ভিরাট কোহলি। ২৩শে মার্চ থেকে শুরু হতে যাওয়া আসন্ন এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ভালো মানসিকতা নিয়ে বিশ্বকাপে যেতে চাইছেন তিনি।
ভারতীয় দলের বর্তমান পরিবেশ সর্বদা বিরাজমান থাকুক, চাওয়া ভারতীয় অধিনায়কের। ব্যাঙ্গালুরুতে তাঁর ফ্র্যাঞ্জাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর একটি অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে কোহলি বলেন,

'দায়িত্বের কথা বলতে গেলে, সকল ভারতীয় ক্রিকেটারকে আইপিএলের সময় নিজের ফিটনেস এবং পরিশ্রমের খেয়াল নিজেকেই রাখা উচিৎ। ভারতীয় দলে যে ফুরুফুরে মেজাজ থাকে সেটা ধরে রাখতে হবে। প্রত্যেকে এই টুর্নামেন্টকে বিশ্বকাপে সুস্থ মানসিকতা নিয়ে যাওয়ার সুযোগ হিসেবে নিবে।'
বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলের ফ্র্যাঞ্জাইজিগুলোর পক্ষ থেকে ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য ম্যাচের কোন সীমাবদ্ধতা চান না কোহলি। যার যার সামর্থ্য অনুযায়ী ম্যাচ খেলবে ক্রিকেটাররা, যেখানে একজনের থেকে আরেকজনের পার্থক্য থাকাটা স্বাভাবিক কোহলির কাছে। শরীরের বিরুদ্ধে গিয়ে অতিরিক্ত পরিশ্রম করে বিশ্বকাপের মতো বড় আসর থেকে কেউই ছিটকে পড়তে চাইবে না, এমনটাই প্রত্যাশা কোহলির। তাঁর ভাষ্যমতে,
'আপনি কোন কিছু এভাবে আটকে দিতে পারেন না। আমি হয়তো টানা ১০, ১২ কিংবা ১৫ ম্যাচ খেলতে পারি। তার মানে এই নয় যে অন্য ক্রিকেটাররাও শুধুমাত্র এই কয়টি ম্যাচ খেলতে পারবে। আমার সামর্থ্য অনুযায়ী আমি ম্যাচ খেলব এবং আমাকে সেটা জানতে হতে হবে ও বিশ্রাম নিতে হবে।'
কোহলি আরও বলেন, 'অন্যরা আমাদের থেকে বেশি অথবা কম ম্যাচ খেলার সামর্থ্য রাখে, সেটা আলাদা বিষয়। সবাই বিশ্বকাপ খেলতে চায়, তাই এখানে চতুর হতে হবে কারণ আপনি কখনও চাইবেন না ক্রিকেটের এমন বড় আসর থেকে ছিটকে পড়তে।'