ডুমিনি, আমলা, স্টেইনের বিশ্বকাপ পরীক্ষা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে খেলা কিছুটা হলেও অনিশ্চিত হাশিম আমলা এবং জিন পল ডুমিনির জন্য। তবে অধিনায়ক ফাফ ডু প্লেসিস একরকম সবুজ সংকেতই দিলেন দলের বর্ষীয়ান ফাস্ট বোলার ডেল স্টেইনকে।
এই তিন সিনিয়র ক্রিকেটারের কেউই এখন দলে নিয়মিত নয়। ইনজুরি, অফ ফর্ম- সব মিলিয়ে নিজেদের সেরা সময়ে নেই তাঁরা। এমন অবস্থায় সুখবর পেলেন কেবল স্টেইন। যদিও বিশ্বকাপে জায়গা পেতে ভালো করতে হবে তাঁকেও।

স্টেইন প্রসঙ্গে ডু প্লেসিস জানান, 'ডেলের বিষয়ে যতটুকু বলতে পারি, তা হচ্ছে ডেল বিশ্বকাপে যাচ্ছে। নর্তজে সামনের একটি ম্যাচে সুযোগ পাবে, এরপরের ম্যাচে আবার ডেল খেলতে পারে।'
মূলত দক্ষিণ আফ্রিকার বর্তমান তারুণ্য নির্ভর দল সাফল্য পাওয়ায় আত্মবিশ্বাস পাচ্ছেন ডু প্লেসিস। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ (৩-০) জিতেছে দলটি। দলের বাকী দুই সিনিয়র প্রসঙ্গে ডু প্লেসিস জানান,
'জেপির ব্যাপারে বলব, ইনজুরি থেকে ফেরাটা তাঁর জন্য দারুণ এক সুখবর। আমরা সবাই জানি দলের জন্য সে কতোটা ভালো পারফর্মার। পরের ম্যাচগুলোতে সে ভালো খেলতে পারলে দলের জন্য দারুণ।
'আমলা দক্ষিণ আফ্রিকায় অনেক ম্যাচ খেলেছে। সে বেশ কিছু রেকর্ডও গড়েছে। কিন্তু রিজার এই সিরিজে সুযোগের প্রয়োজন। আমলা যদি ফেরার সুযোগ পায় তাহলে চাইবো সে যেন তা লুফে নেয়।'