ভারত সফর শেষ রিচার্ডসনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত সফর থেকে ছিটকে গেছেন অজি পেসার কেন রিচার্ডসন। তাঁর বদলে আসন্ন ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছে আরেক পেসার অ্যান্ড্রু টাইকে।
হায়দ্রাবাদের টি-টুয়েন্টি সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে চোট পেয়েছিলেন কেন রিচার্ডসন। এই ইনজুরির কারণে বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে খেলতে পারেননি রিচার্ডসন।

অস্ট্রেলিয়া দলের ফিজিও ডেভিড বেকলি রিচার্ডসনের ইনজুরির আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন চলতি ভারত সফরে আর খেলা সম্ভব নয় রিচার্ডসনের। ফলে তিনি দেশে ফিরে যাচ্ছেন।
'প্রথম টি-টুয়েন্টির আগে কেন ব্যথা পেয়েছিলেন। দুর্ভাগ্যবসত এই সফরের আর কোনো অংশে খেলার মতো তৈরি হতে পারেননি। কেন তাঁর পুনর্বাসন চালিয়ে যাওয়ার জন্য দেশে ফিরে যাবেন এবং আগামী সপ্তাহগুলোতে আমরা তাঁর উন্নতি পর্যবেক্ষণ করবো।'
রিচার্ডসনের ফিরে যাওয়ার ফলে দ্বিতীয় ওয়ানডের আগে অস্ট্রেলিয়ার একমাত্র রিজার্ভ বোলার হিসেবে আছেন স্পিনার নাথান লায়ন। অস্ট্রেলিয়া দল ভারত সফরে রিচার্ডসনের শূন্যতা অনুভব করবে।
কারণ, সদ্য শেষ হওয়া বিগব্যাশের আসরে বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন তিনি। ১৪ ম্যাচে তিনি দখল করেছেন ২৪টি উইকেট। যা ছিল টুর্নামেন্টের সর্বাধিক। তাঁর দারুণ পারফর্মেন্সের সুবাদে বিগব্যাশের শিরোপা জিতেছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস।