নিষিদ্ধ জয়াসুরিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক সনাথ জয়াসুরিয়াকে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট।
মূলত দুর্নীতি সংক্রান্ত তদন্তে সহযোগীতা না করায় তাকে দোষী সাব্যস্ত করে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ফলে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট সংক্রান্ত কোনো কাজে যুক্ত হতে পারবে না জয়াসুরিয়া।
গত বছরের অক্টোবরে জয়াসুরিয়ার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট। তাঁর বিরুদ্ধে আইসিসির দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।

দুর্নীতি দমন ইউনিটের তদন্তে অসহযোগিতা, অস্বীকার বা তদন্তে বিলম্ব, তথ্য গোপন ও প্রয়োজনীয় তথ্য নষ্ট করার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এবার তদন্তে তাঁর বিরুদ্ধে যাওয়ায় তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।
আইসিসির এই অভিযোগের একদিন পর, জয়াসুরিয়া একটি বিবৃতি প্রকাশ করে বলেছিলেন, তিনি সর্বদা 'স্বচ্ছতা এবং সততা' নিয়ে কাজ পরিচালনা করেছিলেন এবং তিনি 'ম্যাচ ফিক্সিং, পিচ ফিক্সিং' সহ কোনো 'দুর্নীতি সংক্রান্ত কার্যকলাপে' জড়িত ছিলেন না।
দীর্ঘ ১ বছরের তদন্তের পর জয়াসুরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। কিছুদিন আগেই আইসিসির দুর্নীতি দমন ইউনিট জানিয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটের সিস্টেমের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে দুর্নীতি।
দুর্নীতি দমন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটের দুর্নীতির এই চক্রকে ভেঙে দেয়ার জন্য তারা জোড় প্রচেষ্টা চালাচ্ছেন। জয়াসুরিয়ার শান্তি এটারই প্রথম ধাপ।