promotional_ad

নতুন মাইলফলকে রায়না

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের দরজা বন্ধ সুরেশ রায়নার জন্য। তাই জাতীয় দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটে লড়াই করছেন তিনি। সেখানেই নতুন মাইলফলকে নিজের নাম লিখিয়েছেন রায়না।


সোমবার সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে পুদুচেরির মুখোমুখি হয় উত্তরপ্রদেশ। সেখানেই উত্তরপ্রদেশের হয়ে মাঠে নেমে টি-টুয়েন্টি ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রায়না।


প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে নিজের নাম লিখিয়েছেন তিনি। পালাম বি স্টেডিয়ামে এদিন ব্যাট হাতে নেমে ১২ রান করেই মাইলফলক স্পর্শ করেন উত্তর প্রদেশের এই ব্যাটসম্যান।



promotional_ad

বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবেই ৮ হাজারি ক্লাবে ঢুকলেন রায়না। সব ধরণের টি-টুয়েন্টি মিলিয়ে রায়নার সংগ্রহ এখন ৩০০ ম্যাচে ৮ হাজার ১ রান। ভারতীয় দলপতি ভিরাট কোহলির চেয়ে তিনি এগিয়ে আছেন ১৭৮ রানে।


সব ধরণের টি-টিয়েন্টি মিলিয়ে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের দখলে। তিনি ব্যাট হাতে করেছেন ১২ হাজার ২শত ৯৮ রান। এরপর দ্বিতীয় স্থানে আছেন কিউই তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।


যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন কাইরন পোলার্ড (৮,৮৩৮ রান), শোয়েব মালিক (৮,৬০৩ রান) ও ডেভিড ওয়ার্নার (৮,১১১ রান)। এদিন রায়না আরেকটি মাইলফলকে নাম লিখিয়েছেন।


দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ টি-টুয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই কীর্তি ছিল শুধু ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির। 



রায়নার মাইলফলক ছোঁয়ার ম্যাচে পুদুচেরিকে ৭৭ রানে হারিয়েছে উত্তরপ্রদেশ। তবে ব্যাট হাতে সফল হতে পারেননি রায়না। মাইলফলক ছুঁয়ে ১২ রান করেই আউট হয়েছেন তিনি। মুস্তাক আলী ট্রফিকে ১ অর্ধশতক তুলে নিলেও চার ম্যাচে তাঁর রান কেবল ৭০!



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball