promotional_ad

পাওয়ার প্লে'তে ২ উইকেট নেই ঢাকার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ১৫৩/৮ (২০ ওভার)


(তামিম ৩৪, শামসুর ৪৮, পেরেরা ২৬)


ঢাকা ডায়নামাইটসঃ ২৮/২ (৬ ওভার)


নারিন  ১৯*, রাসুলী ১*


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সন্ধ্যার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে ঢাকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৪ রানের।


ব্যর্থ রনিঃ 



promotional_ad

রনি তালুকদার মাত্র ৬ রান করে ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে বিজয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে ঢাকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৮ রান।


শুরুতেই বিপদে ঢাকাঃ


মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জাজাইয়ের উইকেট হারায় ঢাকা জাজাই মাত্র ১ রান করে সাইফুদ্দিনের বলে পেরেরার হাতে ক্যাচ দিয়েছেন।


প্রথম ইনিংস বিবরণঃ


টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে ধাক্কা খায় কুমিল্লা। বিজয় মাত্র ১ রান করে আন্দ্রে রাসেলের বলে শুভাগতর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।


বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ইমরুল কায়েসও। তিনি ৭ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হয়েছেন। এরপর শামসুর-তামিমের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভার শেষে কুমিল্লা সংগ্রহ করে ২ উইকেট হারিয়ে ৩৩ রান।


শুরু থেকে দারুণ খেলতে থাকা তামিম সাকিবের শিকার হয়েছেন রনি তালুকদারকে ক্যাচ দিয়ে। তামিমের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। মেরে খেলতে থাকা আফ্রিদি ৮ বলে ১৬ রান করে সাকিবের বলে শুভাগতকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।


এক বলের ব্যবধানে শামসুর রহমান শুভ ৩৫ বলে ৪৮ রান করে সাকিবের বলে ফিরেছেন জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে। ব্যর্থ হয়েছেন ডসনও। তিনি আন্দ্রে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ৬ রান করা ডসন মিড উইকেটে ক্যাচ দিয়েছেন রনি তালুকদারের হাতে। 



দারুণ খেলতে থাকা পেরেরা রান আউটের ফাঁদে পড়ে আউট হয়েছেন ২৬ রান করে। শেষ ওভারে জিয়াউর ৫ রান করে রুবেলের শিকার হলে সংগ্রহ বড় করতে পারেনি কুমিল্লা। ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৩।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ


ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন, শামসুর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।


ঢাকা ডাইনামাইটস একাদশঃ


সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, শুভগত হোম, রনি তালুকদার, মোহাম্মদ নাইম, মহর শেখ, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, ডারউইশ রাসুলি, হযরতউল্লাহ জাজাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball