promotional_ad

মালানের দ্বিতীয় ঘর বাংলাদেশ!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের কাছে বাংলাদেশ তাঁর দ্বিতীয় ঘর! ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুবাদে এদেশে কয়েকবারই আসা হয়েছে তাঁর।


তাই ইংল্যান্ডের পর বাংলাদেশকে নিজের বসত বাড়ি মনে করেন ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট খেলা মালান। ডিপিএলে দুই মৌসুম খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।



promotional_ad

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ২০১৩-২০১৫ মৌসুমে মাঠ মাতিয়েছিলেন তিনি। ব্যাটে-বলে দারুণ পারফর্মেন্স ছিল তাঁর ডিপিএলে।


ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলসের হয়ে খেলেছেন বিপিএলে। এবার খুলনা টাইটান্সের হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন মালান।


'না, আমি এখানে কয়েকবারই এসেছি। বাংলাদেশ আমার দ্বিতীয় ঘরের মতো। আমি এখানে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এসেছিলাম,' খুলনা টাইটান্সের ফেসবুকের পাতায় বলেছেন মালান।



২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন ইংলিশ এই ক্রিকেটার। এর আগের আসরে তাঁকে দলে ভিড়িয়েছিল ঢাকা। ২০১৭ আসরে খুলনা দল মালানকে দলে ভেড়ালেও খেলার সুযোগ হয়ে ওঠেনি তাঁর।


এবার খুলনার টাইটান্সের হয়ে মাঠ মাতাতে এসেছেন মালান। যাতে অনেক বেশি রোমাঞ্চিত ইংলিশ এই ক্রিকেটার, 'খুলনার টাইটান্সের হয়ে খেলা আমার জন্য রোমাঞ্চকর। গত কয়েক বছর দলটি ভালো পারফর্ম করছে,' বলেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball