promotional_ad

স্মিথ-ওয়ার্নারকে ফিঞ্চের আগাম অভ্যর্থনা

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার ক্রিকেটে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে দুই হাত প্রসারিত করেই অভ্যর্থনা জানাবেন দলের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


কয়েকদিন আগেই বল বিকৃতির ঘটনায় ওয়ার্নারকে দায়ী করে গণমাধ্যমে কথা বলেছিলেন ঘটনার আরেক হোতা ক্যামেরন বেনক্রফট। গণমাধ্যমে গুঞ্জন ওঠে বেনক্রফট যেহেতু ওয়ার্নারকে দায়ী করছেন, অন্তত ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে পারবেন না।


কিন্তু এসব গুজব উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তাঁর মতে, পেছনের ঘটনাকে টেনে আনার কোন মানে নেই। বরঞ্চ জাঁকজমক ভাবেই ওয়ার্নার-স্মিথদের দলে অভ্যর্থনা জানাবেন তাঁরা।



promotional_ad

'এই ঘটনার নয় মাস হয়ে গিয়েছে। আর তিন মাস পরেই ডেভিড এবং স্টিভ ক্রিকেটে ফিরতে পারবে। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে তখন আর বাধা থাকবে না। আমি মনে করি তাঁদের আমরা দুই হাত প্রসারিত করেই অভ্যর্থনা জানাবো।


'যা হওয়ার তা হয়ে গিয়েছে। তাঁরা শাস্তি ভোগ করেছে। অনেক বেশি পরিশ্রম করেছে ঘটনাটিকে পেছনে ফেলে আসার জন্য। সব কিছু পেছনে ফেলেই তাঁরা আবার অস্ট্রেলিয়া ক্রিকেটে খেলতে আসবে।'


উল্লেখ্য, গত ২৪ই মার্চ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটেছিলো। ক্যামেরন ব্যানক্রফটকে দেখা গিয়েছিল হলুদ টেপ বা শিরীষ কাগজ জাতীয় কিছু হাতে নিয়ে বল ঘষতে। 


পুরো ব্যাপারটি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। পরে অধিনায়ক স্টিভ স্মিথ এক চাঞ্চল্যকর সংবাদ সম্মেলনে স্বীকার করেন বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা। 



এরপরে আইসিসি লঘু শাস্তি দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কঠিন শাস্তি পেতে হয় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন বেনক্রফটকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball