promotional_ad

পান্তের জন্যই জায়গা ছেড়েছেন ধোনিঃ কোহলি

ছবিঃ পিটিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টুয়েন্টি দল থেকে মহেন্দ্র সিং ধোনি বাদ যাওয়াতে নানান গুঞ্জনে মুখরিত ভারতীয় ক্রিকেটাঙ্গন। অধিনায়ক ভিরাট কোহলি জানিয়েছেন, তরুণ উইকেটরক্ষক রিশভ পান্তকে জায়গা ছেড়ে দিতেই সরেছেন ধোনি।


'যদি ভুল না বলে থাকি আমার মনে হয় নির্বাচকরা ইতিমধ্যেই এই ব্যাপারে  (ধোনির বাদ  যাওয়া) কথা বলেছে। আমার জানা নেই, কেন আমি এখানেই বসে আবারও এই ঘটনার ব্যাখ্যা দিবো।



promotional_ad

'সহজ বিষয়টি অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। তবে আমি নিশ্চয়তা দিতে পারি, এটা অতো জটিল বিষয় নয়। সে (ধোনি) দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আর সে মনে করে রিশভ পান্তের মতো তরুণদের আরও সুযোগ দেওয়া উচিত।'


উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গণমাধ্যমের সামনে এমনটাই জানাচ্ছিলেন কোহলি। উইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দলে জায়গা হয়নি ধোনির, এজন্যই সৃষ্ট বিতর্ক নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক।   


তিনি আরও জানান, 'সে  (ধোনি)নিয়মিতই ওয়ানডে খেলছে। ওই দিক থেকে আমি বলব সে তরুণ  ক্রিকেটারদের সাহায্য করতে চায়। মানুষ যেমন জটিল করে ভাবছে, বিষয়টা ততো জটিল নয়। আমি অধিনায়ক হিসেবে এটার নিশ্চয়তা দিতে পারি।'



উল্লেখ্য, অধিনায়ক হিসেবে সর্বপ্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ধোনি। এবার বাদ যাওয়ার পরে ভারতীয় মিডিয়া এবং সমর্থকদের জোর দাবি ছিল, ধোনিকে দলে নেওয়ার।


তাঁদের মতে, এবার জায়গা না হওয়ার মানে ভারতের হয়ে টি-টুয়েন্টি ফরম্যাটে ধোনি হয়তো আর কখনোই খেলবেন না। কিন্ত অধিনায়কের বক্তব্য অনুযায়ী, নিজ ইচ্ছাতেই সরে দাঁড়িয়েছেন ৩৭ বছর বয়সী ধোনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball