promotional_ad

ফিরছেন না মিস্টার '৩৬০ ডিগ্রী'

এবি ডি ভিলিয়ার্স
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী মাসের ১৬ তারিখ এমজানসি সুপার লীগের (এমজানসি) উদ্বোধনী ম্যাচে তুষওয়ানে স্পার্টানসের হয়ে খেলতে নামবেন সদ্য সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কেপ টাউন ব্লিটজের বিপক্ষে এই ম্যাচ দিয়েই দীর্ঘ ৬ মাস পর ক্রিকেটে ফিরছেন এই প্রোটিয়া তারকা।


আর ডি ভিলিয়ার্সের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে খেলার সিদ্ধান্তের পর অনেকেই মনে করছেন জাতীয় দলের হয়েও খেলবেন তিনি। অন্তত ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে দেশের হয়ে খেলবেন মিস্টার ৩৬০ ডিগ্রী বলে আশান্বিত হয়েছেন অনেক ভক্ত। কিন্তু এসকল গুঞ্জনকে নিজেই উড়িয়ে দিয়েছেন এই প্রোটিয়া। ভিলিয়ার্স বলেছেন, 



promotional_ad

'না, কোন ফেরা নয়। আমি আসলে যেটি বলতে চাচ্ছি সেটি হল, আমি এখন ক্রিকেটে মনোযোগী হতে চাইছি, কিন্তু এটি পুরো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি অবশ্যই চাই না কাউকে দ্বিধান্বিত করতে, বিশেষ করে প্রোটিয়াদের দলকে। বিশ্বকাপে খেলতে চাই এমন বিবৃতি দেয়াটা আমার জন্য স্বার্থপরতা এবং দাম্ভিকতা হবে। এই মুহূর্তে আমার ফোকাস হল এমজানসি সুপার লীগে ভাল ক্রিকেট খেলা তুষওয়ানে স্পার্টানসের হয়ে। আমি ফিট থাকার জন্য কঠোর পরিশ্রম করছি।'


তবে নিজ দেশের টি টুয়েন্টি লীগে প্রথমবারের মত খেলতে নামার জন্য মুখিয়েই আছেন ভিলিয়ার্স। দীর্ঘ দিন পর ক্রিকেটে ফেরার সুযোগ হওয়ায় বেশ রোমাঞ্চিতও তিনি। সাবেক এই অধিনায়ক বলেছেন,  


'আমি বেশ কিছুদিন থেকে ক্রিকেট খেলছি না, তবে আমি আবারও ফিরতে যাচ্ছি। আমি এর আগেও এই ধরণের বিরতি নিয়েছিলাম এবং এটি সর্বদাই একটি চ্যালেঞ্জ ফিটনেস ধরে রাখা এবং আবারও পুরনো রুপে ফেরা। আমি আসলেই এর জন্য মুখিয়ে আছি এবং এমজানসি সুপার লীগে খেলা এটি অনেক বড় চ্যালেঞ্জ হবে।'



অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজস্ব টি টুয়েন্টি লীগ অনুষ্ঠিত হতে যাওয়াতে বেশ সন্তুষ্ট ভিলিয়ার্স। তাঁর মতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নেয়া এই পদক্ষেপ দেশের ক্রিকেটের উন্নতিতে যথেষ্ট ভূমিকা পালন করবে। তিনি বলেন, 


'ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নেয়া এই পদক্ষেপটি দারুণ। সম্মিলিতভাবে আমরা এই টুর্নামেন্টটিকে শুধু এগিয়ে নিব না, বরং আমাদের  লক্ষ্য থাকবে পুরো ক্রিকেট বিশ্বের ভক্তদের জন্য উপভোগের উপলক্ষ তৈরি করে দেয়া।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball