শাহিনে বিধ্বস্ত শ্রীলংকার যুবারা

ছবি: ছবিঃ সংগৃহীত

শ্রীলংকার মাটিতে দ্বিতীয় চার দিনের ম্যাচে প্রথম দিন বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন ডানহাতি পেসার শাহিন আলম। শ্রীলংকার ব্যাটসম্যানদের বিপক্ষে নজরকাড়া বোলিং করে তুলে নিয়েছেন ৫ উইকেট।
এদিন ১৪ ওভার বল করেছেন ১৭ বছর বয়সী এই পেসার। ৬ ফুট লম্বা এই পেসারের বিপক্ষে উইকেটে থিতুই হতে পারেনি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। ৩৭ রান খরচায় তাঁর শিকার পাঁচ উইকেট, নিয়েছেন ৪ মেইডেন।
প্রথম দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২১৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান আসে ওপেনার নাভদের ব্যাট থেকে। তাঁর সঙ্গী কামিল মিশরা করেন ৫২ রান।

উদ্বোধনী জুটিতে দুজন মিলে ১২২ রান যোগ করলেও লঙ্কান মিডেল অর্ডারে ধ্বস নামান শাহিন। তাঁর এক স্পেলেই ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি, রিশাদ এবং রকিবুল নেন ১টি করে উইকেট।
লঙ্কান লোয়ার মিডেল অর্ডারে ওজেশিংহে প্রতিরোধ গড়েন খানিকটা। তাঁর ব্যাট থেকে শেষের দিকে আসে ১৭ রান। আর নাভিন ফার্নান্ডো অপরাজিত আছেন ১৯ রান নিয়ে।
এর আগে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে ১৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। ইতিমধ্যে সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা।