বিতর্কের মুখে ভারতীয় নির্বাচক প্যানেল

ছবি: ধাওয়ান, রোহিত, নায়ার ও বিজয়

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে রাখা হয়নি মুরলি বিজয় এবং করুণ নায়ারকে। অবশ্য শুধু এই দুই জনই নয়, স্কোয়াডে নেই শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার মত অভিজ্ঞ ব্যাটসম্যানেরাও।
আর এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কেননা ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে দল থেকে বাদ দেয়ার আগে নাকি মুরলি, নায়ার, কিংবা রোহিত কাউকেই আগে থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভারতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদের একটি ঘনিষ্ঠ সুত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে ক্রিকেটারদের সাথে দল গঠনের ব্যাপারে তাঁদের আলাপ হয়েছিল। যদিও সেই যাদের সাথে আলাপ হয়েছিল সেই ক্রিকেটাররা এই ব্যাপারে কিছু জানাতে রাজি হননি, এমনকি তাঁরা আলোচনার বিষয়টিও মিথ্যা বলে গণ্য করেছেন। তবে সুত্রটি জানিয়েছে,
'এখানে অবশ্যই কোন একজন সত্যি বলছে না। এখন সেটি ক্রিকেটারও হতে পারে আবার নির্বাচকেরাও হতে পারে। যদি তাঁরা ভালভাবে এটি বুঝতে চাই, তাহলে কেন তাঁরা অধিনায়ক, কোচ এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বৈঠক করছে না এবং তাঁদের পরামর্শ নিচ্ছে না? খুব দ্রুতই পরিষ্কার হবে কে মিথ্যা বলছে এবং কে বলছে না।'
উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি শেষে আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সেখানে ভিরাট কোহলিরা চারটি টেস্ট, তিনটি টি টুয়েন্টি এবং সমান সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবে।
উইন্ডিজদের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড-
ভিরাট কোহলি (অধিনায়ক), আজিংকা রাহানে, মায়াংক আগারওয়াল, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল, পৃথ্বী শ, শার্দূল ঠাকুর, হানুমা বিহারি, উমেশ যাদব।