promotional_ad

ভারত জুজুর কারণ তবে 'মেন্টাল ব্লক'?

ভারত বনাম বাংলাদেশ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে খেলা মানেই যেন একটি জুজু এসে ভর করে বাংলাদেশ দলের ওপর। আর সেই কারণেই কিনা জয়ের খুব কাছে এসেও প্রায়শই তাদের বিপক্ষে পরাজিত হতে দেখা গেছে টাইগারদের।


নিদাহাস ট্রফির পর সর্বশেষ এশিয়া কাপ এর চাক্ষুষ উদাহরণ। বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ এই বিষয়টিকে অবশ্য দেখছেন মানসিক একটি বাঁধা হিসেবেই।


তাঁর মতে রোহিত শর্মা, ভিরাট কোহলিদের মুখোমুখি হলে একটি 'মেন্টাল ব্লক' যেন তৈরি হয় বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রিয়াদ বলেন,



promotional_ad

'সাম্প্রতিক সময়ে আমরা ভারতের সাথে বেশ কিছু ম্যাচ জয়ের খুব কাছে এসে হেরেছি। ক্রিকেট খেলায় আপনি সবসময় জয় পাবেন না। আমরা আমাদের তরফ থেকে সবসময় চেষ্টা করি। এটা হয়তো মেন্টাল ব্লক, ভারতের বিপক্ষে এমন ম্যাচ না জিততে পারা, আমি নিশ্চিত না এই বিষয়ে।'


একজন আদর্শ ফিনিশারের সকল গুণাবলীই রয়েছে মাহমুদুল্লাহর। কঠিন সময়ে ব্যাটিংয়ের হাল ধরে বেশ কয়েকটি ম্যাচে জয়ও এনে দিয়েছিলেন তিনি।


তবে এই অলরাউন্ডার দাবি করেছেন দলে তাঁর থেকেও ভাল এবং কার্যকরী ফিনিশার রয়েছে যারা যেকোনো মুহূর্তে দলকে জয় এনে দিতে সক্ষম। তাঁর ভাষায়, 'আমাদের দলে আমার থেকেও দুই-তিন ভাল ফিনিশার আছে যারা ম্যাচ শেষ করে আসতে পারে।'


তবে প্রায়শই তীরে এসে তরী ডুবলেও আশাহত হওয়ার পক্ষপাতী নন মাহমুদুল্লাহ। পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি দল হিসেবে সামনে এগিয়ে যাওয়াকেই সাফল্যের পাথেয় হিসেবে দেখছেন তিনি। কেননা দিন শেষে ক্রিকেট যে একটি দলীয় খেলাই, 



'আমরা শুধু পেছনের ভুল থেকে শিক্ষা নিতে পারি। আর আমি মনে করি দল হিসেবে চেষ্টা করতে হবে, কারণ ক্রিকেট একটি দলীয় খেলা,' বলছিলেন টাইগারদের পঞ্চপান্ডবদের একজন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball