'হ্যাট্রিক হিরো' তাহিরে ধরাশায়ী জিম্বাবুয়ে

ছবি: ইমরান তাহির, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষে দারুণ একটি জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতায় ফেরার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সফরকারী জিম্বাবুয়ের সামনে। কেননা শুরুতে ব্যাটিং করা প্রোটিয়াদের এদিন মাত্র ১৯৮ রানে আটকে ফেলতে সক্ষম হয়েছিল হ্যামিল্টন মাসাকাদজার দল।
তবে শেষ পর্যন্ত এই লক্ষ্যও পার করতে ব্যর্থ হয়েছে তারা। অলআউট হয়েছে মাত্র ৭৮ রানে। ফলে ১২০ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের। জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর পেছনে মূল কলকাঠি নেড়েছেন প্রোটিয়াদের স্পিন তারকা ইমরান তাহির। ৬ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৬ উইকেট তো নিয়েছেনই পাশাপাশি হ্যাট্রিক হিরোও বনে গেছেন ৩৯ বছর বয়সী এই স্পিনার।
জিম্বাবুয়ের ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে আউট করেন তিনি। এরপর ২০ তম ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলেই পিটার মুর এবং ব্র্যান্ডন মাভুতার উইকেট দুটি তুলে নেন এই স্পিনার। আর এরই সাথে ভাসেন হ্যাট্রিকের উচ্ছ্বাসে।
আর এই নিয়ে চতুর্থ দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে হ্যাট্রিক করার রেকর্ড গড়লেন তাহির। এর আগে ওয়ানডেতে প্রোটিয়াদের হয়ে এই কীর্তি গড়ার নজির ছিল চার্ল ল্যাঙ্গেভেল্ট, জেপি ডুমিনি এবং কাগিসো রাবাদার। তাহির ছাড়াও ১৯ রানে ২ উইকেট নিয়েছেন পেসার ডেল স্টেইন। অপরদিকে ১টি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিদি এবং আন্দাইল ফেহলুকায়ো।

ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক ডুমিনি। কিন্তু এরপর খেলতে নেমেই জিম্বাবুইয়ান বোলারদের তান্ডবের মুখে পড়তে হয় ব্যাটসম্যানদের। টেন্ডাই চাতারা, কাইল জারভিস, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতার দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানেরা।
লোয়ার অর্ডারে ডেল স্টেইনের ৮৫ বলে ৬০ রানের ইনিংসটি না খেললে হয়ত আরও আগেই গুঁটিয়ে যেত দক্ষিণ আফ্রিকা। স্টেইন ছাড়াও এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেছেন ওপেনার এইডেন মার্করাম। অপরদিকে আন্দাইল ফেহলুকায়ো ২৮, ক্রিস্টিয়ান জংকার ২৫ এবং খায়া জন্ডো ২১ রান করেন।
সফরকারীদের পক্ষে ৯ ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন চাতারা। আর ২টি করে উইকেট নিয়ে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন জারভিস, তিরিপানো এবং মাভুতা। কিন্তু এই মামুলি লক্ষ্যও পার করতে সফল হল না জিম্বাবুয়াইনরা। দলটির পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ রান করতে পেরেছেন শুধু অধিনায়ক মাসাকাদজা। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন আর মাত্র দুই জন। ব্র্যান্ডন টেইলর ১০ এবং তিরিপানোর ব্যাট থেকে ১২ রান এসেছে।
দুর্দান্ত এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে জেপি ডুমিনির দক্ষিণ আফ্রিকা। এর আগে কিম্বার্লিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিকরা। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে আগামী ৬ই অক্টোবর পার্লে।
দক্ষিণ আফ্রিকা একাদশ-
ডিন এলগার, এইডেন মার্করাম, রিজা হেন্ডরিক্স, হেনরি ক্লাসেন (উইকেটরক্ষক), খায়া জন্ডো, ক্রিস্টিয়ান জংকার, জেপি ডুমিনি (অধিনায়ক), আন্দাইল ফেহলুকায়ো, ডেল স্টেইন ইমরান তাহির, লুঙ্গি এনগিদি।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা।