রাজকোটে রোচ বিহীন উইন্ডিজদের অগ্নিপরীক্ষা

ছবি: উইন্ডিজ দল

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে আগামীকাল মাঠে নামছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
তবে উইন্ডিজ শিবিরে দুশ্চিন্তার কারণ হল এই ম্যাচে তারা পাচ্ছে না দলের সেরা পেসার কেমার রোচকে। আত্মীয়ের মৃত্যুতে দেশে ফিরে যাওয়া এই পেসার সময়মত ফিরতে পারছেন না বিধায় রাজকোট টেস্টে অনুপস্থিত থাকছেন ৪৮ টেস্টে ১৬৩ উইকেট শিকার করা এই বোলার।
আর রোচ না থাকায় বেশ কঠিন একটি পরীক্ষার মুখেই পড়তে হচ্ছে ক্যারিবিয়ানদের বলা চলে। সেক্ষেত্রে পেস আক্রমণের দায়িত্বে থাকবেন শ্যানন গ্যাব্রিয়েল, কিমো পল এবং জ্যাসন হোল্ডার। অপরদিকে প্রস্তুতি ম্যাচে শতক হাঁকানো সুনীল আমব্রিসকে দেখা যেতে পারে একাদশে।
অপরদিকে এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে অবশ্য ১২ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই দলে জায়গা হয়েছে অনূর্ধ্ব ১৯ দলের তারকা ব্যাটসম্যান পৃথ্বী শ এর। আগামীকালের ম্যাচ দিয়েই টেস্টের সাদা পোশাকে অভিষেক হতে যাচ্ছে তাঁর।

সেক্ষেত্রে পাঁচ স্পেশালিষ্ট ব্যাটসম্যান নিয়েই কাল মাঠে নামবে স্বাগতিকরা। অপরদিকে বোলিংয়ের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট মাঠে নামাতে পারে তিন স্পিনারকে। এক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনের সাথে দেখা যেতে পারে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজাকে।
তবে এই ম্যাচে তিন পেসার নিয়েও মাঠে নামতে পারে ভারতীয় দল। তেমনটি হলে উমেশ জাদব এবং মোহাম্মদ শামির সাথে তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা শার্দূল ঠাকুরকে।
উল্লেখ্য এখন পর্যন্ত মোট ৯৪টি টেস্টে মুখোমুখি হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। যেখানে জয়ের পাল্লাটি ভারি উইন্ডিজদের দিকেই। ৩০টি টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। যেখানে ভারতের জয়ের সংখ্যা ১৮টিতে। আর ড্র ম্যাচের সংখ্যা ৪৬টি।
১২ সদস্যের ভারতীয় দল-
ভিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, উমেশ যাদব এবং শার্দূল ঠাকুর।
উইন্ডিজ একাদশ (সম্ভাব্য)-
ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), কিমো পল, দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল।