শিরোপা জয়ের মিশনে ব্যাটিংয়ে টাইগাররা

ছবি: বাংলাদেশ ও ভারত

|| ডেস্ক রিপোর্ট ||
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত। এরই মধ্যে হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে খেলছেন না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙ্গুলের ইনজুরির কারণে এরই মধ্যে দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে।

উল্লেখ্য আজকের এই ম্যাচটির আগে পর্যন্ত মোট ৩৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে টাইগারদের জয়ের সংখ্যা মাত্র ৫টিতে। অপরদিকে ২৮টিতে জয়ের দেখা পেয়েছে ভারত এবং ১টি ম্যাচে কোন ফলাফল আসেনি।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, সৌম্য সরকার, ইমরুল কায়েস।
ভারত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, অাম্বাতি রাইড়ু, মনিষ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ।