চামিন্দা ভাসকে টপকে যাওয়ার অপেক্ষায় মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
এখন পর্যন্ত পুরো এশিয়া কাপ টুর্নামেন্টে মোট ২৩টি ম্যাচে ২২টি উইকেট শিকার করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে সেরা উইকেট শিকারির তালিকায় ১১ নম্বরে অবস্থান করছেন তিনি।
আজ ভারতের বিপক্ষে আর মাত্র একটি উইকেট পেলেই সেরা দশে জায়গা করে নিবেন তিনি। তবে পেসারদের দিক থেকে বর্তমানে চতুর্থ অবস্থানে আছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফির আগে এখন রয়েছেন শুধু চামিন্দা ভাস, ইরফান পাঠান এবং লাসিথ মালিঙ্গা।
ভারতের বিপক্ষে আজকের ফাইনাল ম্যাচে মাত্র ২টি উইকেট শিকার করতে পারলেই লঙ্কান কিংবদন্তী ভাসকে টপকে তালিকার দ্বিতীয়তে উঠে আসবেন নড়াইল এক্সপ্রেস। অবসরের আগে ১৯টি এশিয়া কাপের ম্যাচে ২৩ উইকেট শিকার করেছিলেন লঙ্কান কিংবদন্তী পেসার ভাস।
শুধু তাই নয়, আজ ১টি উইকেট নিতে পারলেই ১২ ম্যাচে ২২ উইকেট পাওয়া ভারতীয় পেসার ইরফান পাঠানকে ছাড়িয়ে যাবেন মাশরাফি। তবে ভাস কিংবা পাঠানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও তালিকার শীর্ষে থাকা লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে টপকানো সম্ভব হচ্ছে না টাইগার অধিনায়কের পক্ষে। কেননা ১৫ ম্যাচে ৩৩টি উইকেট নিয়ে সবার ওপরে আছেন তিনি।
এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি পেস বোলার-

১। লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)- ১৫ ম্যাচে ৩৩ উইকেট (ইকোনমি রেট ৪.৭০)
২। ইরফান পাঠান (ভারত)- ১২ ম্যাচে ২২ উইকেট (ইকোনমি রেট ৫.৫৪)
৩। চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)- ১৯ ম্যাচে ২৩ উইকেট (ইকোনমি রেট ৪.১৯)
৪। মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)- ২৩ ম্যাচে ২২ উইকেট (ইকোনমি রেট ৫.৯৭)
৫। ওয়াসিম আকরাম (পাকিস্তান)- ১২ ম্যাচে ১৬ উইকেট (ইকোনমি রেট ৩.২২)
৬। আব্দুল রাজ্জাক (পাকিস্তান)- ১১ ম্যাচে ১৬ উইকেট (ইকোনমি রেট ৪.২৮)
৭। নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা)- ১৬ ম্যাচে ১৬ উইকেট (ইকোনমি রেট ৫.১০)
৮। কপিল দেব (ভারত)- ৭ ম্যাচে ১৫ উইকেট (ইকোনমি রেট ৩.৫৬)
৯। রবি রত্নায়েকে (শ্রীলঙ্কা)- ৯ ম্যাচে ১৫ উইকেট (ইকোনমি রেট ৪.৩১)
১০। নুয়ান জয়সা (শ্রীলঙ্কা)- ৮ ম্যাচে ১৪ উইকেট (ইকোনমি রেট ৪.০১)