promotional_ad

রানাতুঙ্গা-কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মুশফিক

মুশফিকুর রহিম
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে বর্তমানে দারুণ ফর্মে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এখন পর্যন্ত এশিয়া কাপের ৪টি ম্যাচে ৭৪.২৫ গড়ে ২৯৭ রান সংগ্রহ করেছেন তিনি। 


১টি শতক এবং ১টি অর্ধশতক হাঁকানো এই তারকা ব্যাটসম্যান টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে অবস্থান করছেন। তাঁর ওপরে এখন রয়েছেন শুধু ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৪ ম্যাচে ৮১.৭৫ গড়ে ৩২৭ রান সংগ্রহ তাঁর। 


অবশ্য শুধু এবারের এশিয়া কাপেরই নয়, মুশফিক জায়গা করে নিয়েছেন পুরো এশিয়া কাপ ইতিহাসের সেরা দশ রান সংগ্রাহকের তালিকাতেই। বর্তমানে ২৫টি এশিয়া কাপের ম্যাচে ৩৩.৩৬ গড়ে ৭৩৪ রান নিয়ে তালিকার অষ্টমে অবস্থান করছেন তিনি। যেখানে এখন পর্যন্ত ২টি শতক এবং ২টি অর্ধশতক হাঁকিয়েছেন। 


এদিকে আজ ভারতের বিপক্ষে ফাইনালে আর মাত্র ৮ রান করতে পারলেই লঙ্কান কিংবদন্তী ব্যাটসম্যান অর্জুনা রানাতুঙ্গাকে ছাড়িয়ে যাবেন মুশফিক। ১৯টি এশিয়া কাপের ম্যাচে ৫৭ গড়ে ৭৪১ রান সংগ্রহ করেন তিনি। পাশাপাশি ৩৩ রান করলে ভারতীয় রান মেশিন ভিরাট কোহলিকেও ছাড়িয়ে যাবেন মুশফিক। 


সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন আরেক লঙ্কান ব্যাটসম্যান সানাথ জয়সুরিয়া। ২৪ ম্যাচে ১২২০ রান সংগ্রহ করেন তিনি। তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে কুমার সাঙ্গাকারা (১০৭৫), শচীন টেন্ডুলকার (৯৭১), শোয়েব মালিক (৯০৭) এবং রোহিত শর্মা (৮৩৫)। 



promotional_ad

এশিয়া কাপের সেরা রান সংগ্রাহকের তালিকা-


১। সানাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)- ২৫ ম্যাচে ১২২০ (গড় ৫৩.০৪) 


২। কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ২৪ ম্যাচে ১০৭৫ (গড় ৪৮.৮৬) 


৩। শচীন টেন্ডুলকার (ভারত)- ২৩ ম্যাচে ৯৭১ (গড় ৫১.১০) 


৪। শোয়েব মালিক (পাকিস্তান)- ২১ ম্যাচে ৯০৭ (গড় ৬৪.৭৮)


৫। রোহিত শর্মা (ভারত)- ২৬ ম্যাচে ৮৩৫ (গড় ৪১.৭৫)



৬। ভিরাট কোহলি (ভারত)- ১৬ ম্যাচে ৭৬৬ (গড় ৬৩.৮৩)


৭। অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলঙ্কা)- ১৯ ম্যাচে ৭৪১ (গড় ৫৭.০০) 


৮। মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ২৫ ম্যাচে ৭৩৪ (গড় ৩৩.৩৬) 


৯। মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ২৮ ম্যাচে ৬৭৪ (গড় ২৯.৩০) 


১০। মহেন্দ্র সিং ধোনি (ভারত)- ২৩ ম্যাচে ৬৫৪ (গড় ৭২.৬৬) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball