promotional_ad

বাংলাদেশের ভুল ধরিয়ে দিলেন মাঞ্জরেকার

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে আপত্তি তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তাঁর মতে দলকে ভাল একটি স্কোর এনে দিতে হলে রিয়াদকে ওপরে খেলানোর বিকল্প নেই। 


পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সেমিফাইনালে রিয়াদ খেলতে নেমেছিলেন সাত নম্বরে। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও ৭ নম্বরে নামতে দেখা গিয়েছে তাঁকে। আর এখানেই রাজি নন মাঞ্জরেকার।


রিয়াদের পাশাপাশি টাইগারদের টিম ম্যানেজমেন্টের ভাবা উচিৎ মুশফিকের ব্যাটিং পজিশন নিয়েও বলে মনে করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৪ নম্বরের মুশফিক এবং ৭ নম্বরের রিয়াদ প্রসঙ্গে মাঞ্জরেকার বলেছেন, 



promotional_ad

'তারা টসে জিতে ব্যাট নিয়েছে, ১২ রানে ৩ উইকেট হারিয়েছে। মুশফিকের হাতে অনেক সময় ছিল নিজেকে সেট করার সে সুযোগটাকে কাজে লাগিয়েছে। আমি আগেও বলছি মুশফিক চারে এবং রিয়াদ সাতে বিষয়টি নিয়ে ভাবা উচিত বাংলাদেশকে। দলের সেরা ব্যাটসম্যান তারা দুজন।'


ভারতীয় ক্রিকেট দলে সাধারণত তিন নম্বরে ব্যাটিং করে থাকেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি। তাঁর দুই সতীর্থ রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান খেলতে নামেন ওপেনিংয়েই।


কিন্তু এই তিন ব্যাটসম্যান যদি লোয়ার অর্ডার কিংবা মিডল অর্ডারে খেলতে নামতেন তাহলে বিষয়টি কিরূপ লাগতো ক্রিকেট ভক্তদের? এই প্রশ্নটিও তুলেছেন মাঞ্জরেকার। ভারত এবং বাংলাদেশের তুলনা করে তিনি বলেন,  


'আপনি ভেবে দেখুন, ভারতের সেরা ব্যাটসম্যান কোহলি ব্যাট করছে সাত নম্বরে, ধাওয়ান ছয়ে এবং রোহিত চার নম্বরে, শুনতেই কেমন যেন লাগছে।'



উল্লেখ্য পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো উঠে এসেছে বাংলাদেশ। দারুণ এই জয়ের এরই মধ্যে সাবেক তারকা ক্রিকেটারদের প্রশংসায় সিক্ত হয়েছে মাশরাফিরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball