'স্মার্ট' বাংলাদেশে অভিভূত হার্শা ভোগলে

ছবি: বাংলাদেশ দলস, ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে অসাধারণ একটি জয়ের পর বর্তমানে পুরো ক্রিকেট বিশ্বই মেতে আছে টাইগারদের বন্দনায়। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সকল ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাও মাশরাফিদের ভূয়সী প্রশংসা করেছেন।
এই তালিকায় রয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলেও। সরফরাজদের ৩৭ রানে পরাজিত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টাইগারদের নিয়ে টুইট করেছেন তিনি।
তাঁর মতে এদিন বেশ 'স্মার্ট' বোলিং করেছে মাশরাফি বাহিনী। টুইটারে তিনি লিখেছেন, 'বাংলাদেশ অসাধারণ খেলেছে আজ। তারা স্মার্ট বোলিং করেছে, মাঠেও দারুণ ছিল তারা।'

মাত্র ১২ রানে যখন ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ তখনই ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে খেলেন ৯৯ রানের অসাধারণ একটি ইনিংস।
আর তাঁর কল্যাণেই পাকিস্তানের সামনে ২৪০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয় দল। তামিম এবং সাকিবকে ছাড়া খেলতে নেমেও এই দারুণ জয় তুলে নেয়ায় মুগ্ধ হার্শা। টুইট বার্তায় তিনি লিখেছেন,
'ফর্মে থাকা মুশফিকের কারণেই ১২ রানে ৩ উইকেট পড়ার পর ২৩৯ রান তুলতে পেরেছিল তারা। তামিম এবং সাকিবকে ছাড়া পাকিস্তানে এভাবে পরাজিত করা আসলেই স্পেশাল কিছু।
Well played today Bangladesh. Bowled smartly, were sharp in the field, and with Mushfiqur in form, found a way to reach 239 from 12-3. To beat Pakistan without Tamim and Shakib is special.
— Harsha Bhogle (@bhogleharsha) September 26, 2018