promotional_ad

প্রতিটি বল মেরে খেলার পরিকল্পনা ছিল- শাহজাদ

মোহাম্মদ শাহজাদ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৫৩ রানের একটি সময়োপযোগী ইনিংস খেলেছিলেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। ব্যাট হাতে সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও বজায় রাখেন তিনি। 


এই ম্যাচে অবশ্য আক্রমণাত্মক শাহজাদকেই দেখেছে দুবাই। এদিন ৭টি ছয় এবং ১১টি চারের সাহায্যে ১১৬ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।  তাঁর এই শতকের সুবাদেই ভারতের সামনে ২৫৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিল আফগানিস্তান। পরবর্তীতে রুদ্ধশ্বাস একটি টাই নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। 



promotional_ad

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাহজাদ জানিয়েছেন ভারতের বিপক্ষে প্রতিটি বলই নাকি মেরে খেলার ব্রত নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। কেননা সুপার ফোরের এই ম্যাচটি শেষেই বিদায় নিতে হত আফগানদের,


'আজ (গতকাল) প্রতিটি বল মেরে খেলার পরিকল্পনা ছিল আমার কারণ আমরা আগামীকালই (আজ) চলে যাচ্ছি। সুতরাং যে বলই সামনে পেয়েছি সেটাই মেরেছি,' বলেন শাহজাদ। 


তবে দলের এই ফলাফলে তেমন একটি সন্তুষ্ট হতে পারেননি এই সেঞ্চুরিয়ান। দুবাইয়ের প্রচন্ড গরম আবহাওয়ার মাঝে এভাবে টানা খেলে যাওয়াটিকে যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্যমতে, 'আসলে আমি নিজে ফলাফল নিয়ে খুব একটা খুশি নয়। গরম আবহাওয়ার মধ্যে ৬ ঘণ্টা ধরে খেলা মোটেই ঠিক নয়।'  



অবশ্য ভারতের মত শক্তিশালী একটি দলের বিপক্ষে বীরোচিত ইনিংসটি খেলতে পারাতে গর্বিতও বোধ করছেন শাহজাদ। ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া এই ওপেনার জানিয়েছেন নিজের পারফর্মেন্সে যথেষ্ট সন্তুষ্ট তিনি,  


'এশিয়ার অন্যতম ভাল একটি দলের বিপক্ষে খেলতে পেরে আমি গর্বিত, এই ইনিংসটির জন্যেও আমি খুশি। ব্যাট হাতে ভাল পারফর্ম করাটাই আমার মূল খেলা,' বলেন ৩০ বছর বয়সী আফগান ওপেনার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball