বাংলাদেশের বিপক্ষে ফিরছেন সিকান্দার রাজা

ছবি: সিকান্দার রাজা, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই দুই সিরিজের জন্য জিম্বাবুয়ের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সিকান্দার রাজা।
সম্প্রতি বোর্ডের অনাপত্তিপত্র বা এনওসি ছাড়াই ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে যাওয়ার অপরাধে রাজার সাথে কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তাঁর খেলা অনিশ্চিত ছিল।
তবে রাজার সাথে এরই মধ্যে সমস্যা নিরসন করে ফেলেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেসি) বলে জানা গেছে। একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে বোর্ড। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর খেলার বিষয়টিও নিশ্চিত করেছে তারা।

এদিকে বোর্ডের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বার্তায় এই জিম্বাবুইয়ান ওপেনার লিখেছেন, 'আমি অনেক আনন্দিত এই খবরে এবং জেসিকে ধন্যবাদ যারা আমার ইস্যুগুলো দ্রুত সমাধান করতে সাহায্য করেছে। আমি এসব পেছনে ফেলে আমার খেলায় মনোযোগ দিতে চাই এবং ক্রিকেটকে উপভোগ করতে চাই।'
সিকান্দার রাজাকে দলের সাথে আবারও অন্তর্ভুক্ত করতে পেরে সন্তুষ্ট জেসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি। দলের অন্যতম সেরা ক্রিকেটারকে ফিরে পাওয়ায় তিনি বলেছেন,
'আমরা সিকান্দারকে পেয়ে যথেষ্ট আনন্দিত, যে কিনা আমাদের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। আমরা তাঁকে জাতীয় দলে অভ্যর্থনা জানাচ্ছি এবং আশা করি সে বাংলাদেশের বিপক্ষে এবং আগামী সফরগুলোতে দারুণভাবে অবদান রাখবে।'
উল্লেখ্য আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি টুয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেই সিরিজের পরই বাংলাদেশ সফরে আসবে তারা। যেখানে তারা প্রথ ওয়ানডে খেলবে ২১শে অক্টোবর।
সুত্র- আইসিসি