বাংলাদেশকে হারিয়ে ফাইনাল খেলবে পাকিস্তান- অার্থার

ছবি: পাকিস্তান দল

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কাছে ৯ উইকেটে পরাজিত হওয়ার পর বর্তমানে পুরো পাকিস্তান দলে চলছে শোকের মাতম। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে এভাবে পরাজয় মেনে নিতে পারছেন না অনেকেই। যদিও এই তালিকায় নেই পাকিস্তানের কোচ মিকি আর্থার।
দক্ষিণ আফ্রিকান এই কোচ মনে করেন এখনও এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে সরফরাজ আহমেদের দলের। আগামীকাল বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পা রাখতে সক্ষম হবে বলেও বিশ্বাস করেন তিনি। জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আর্থার বলেন,

'পাকিস্তান বুধবার তাদের সর্বশেষ সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পাবে। এরপর তারা ভারতের বিপক্ষে সেই দুটি পরাজয়ের বদলা নিবে ফাইনালে জয়ের মাধ্যমে।'
রবিবার ভারতের বিপক্ষে লজ্জাজনক পরাজয়টি যে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম খারাপ পারফর্মেন্সের একটি সেটি স্বীকার করেছেন প্রোটিয়া এই কোচ। ২০১৬ সালে পাকিস্তানের দায়িত্ব নেয়া আর্থার জানিয়েছেন ভারতের বিপক্ষে ব্যাটিং দিয়ে চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান,
'আমরা ভারতের বোলারদেরকে চাপের মুখে ফেলতে পারিনি আমাদের ব্যাটিং দিয়ে। আমাদের শুরুতে উইকেট নেয়া প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেই সুযোগ মিস করেছিলাম আমাদের খারাপ ফিল্ডিংয়ের কারণে। আমরা শুরুতে উইকেট নিতে পারলে পরিস্থিতি ভিন্নও হতে পারত।'
উল্লেখ্য আগামীকাল বাংলাদেশের বিপক্ষে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। এই ম্যাচে জিততে পারলেই ভারতের বিপক্ষে ফাইনালে আবারও মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দলটি।