পাকিস্তানের দুর্ভোগের নাম ব্যাটিং

ছবি: পাকিস্তান দল

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান এশিয়া কাপে পাকিস্তানের বিবর্ণ পারফর্মেন্সের সমালোচনা করেছেন দেশটির অনেক সাবেক ক্রিকেটাররা। সর্বশেষ ভারতের বিপক্ষে ৯ উইকেটের হারের পর সরফরাজ আহমেদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং অধিনায়ক সেলিম মালিকও মনে করছেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন সরফরাজ বিধায় পারফর্মেন্সের পারদও নিম্নমুখী হচ্ছে পাকিস্তানিদের। সরফরাজকে চার নম্বরে ব্যাট করতেও মানা করেছেন তিনি। এই প্রসঙ্গে সেলিম বলেন,

'সরফরাজের জন্য এই সময়টি অপরিসীম চাপের এবং আমি জানি এই ধরণের পরিস্থিতি একজন অধিনায়কের জন্য কতটা কঠিন নিজেকে প্রমাণের ক্ষেত্রে। আমি তাঁকে উপদেশ দিচ্ছি ৪ নম্বরে ব্যাট না করতে কারণ সে এমন একজন ব্যাটসম্যান যে কিনা আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলে থাকে।'
সাবেক এই পাকিস্তানি অধিনায়ক আরও মনে করেন বর্তমানে বাবর আজম এবং শোয়েব মালিক ছাড়া পাকিস্তান দলে আর কোন আস্থা রাখার মতো ব্যাটসম্যান নেই। তাঁর ভাষ্যমতে,
'এই মুহূর্তে শুধুমাত্র বাবর আজম এবং শোয়েব মালিকের ওপর আস্থা রাখতে পারে পাকিস্তান- যেহেতু দলটিতে মিডল অর্ডারে তেমন কোন আদর্শ ব্যাটসম্যান নেই। অথচ এর আগে পাকিস্তান দলটিতে অনেক ভাল ক্রিকেটার ছিল যারা দলের বিপর্যয়ে হাল ধরতে পারত।'
উল্লেখ্য আগামীকাল বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের অলিখিত সেমিফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সরফরাজ বাহিনী। এই ম্যাচে তাদের প্রমাণের আছে অনেককিছু বলে বিশ্বাস করেন দেশটির সাবেক ক্রিকেটাররা।