promotional_ad

টানা ম্যাচের প্রভাব পড়ছে বোলারদের শরীরে

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরব আমিরাতের গরমে টানা চার দিনে তিনটি ওয়ানডে ম্যাচ! শুনলেই চোখ কপালে ওঠার কথা। বাংলাদেশ দলকে এশিয়া কাপের অদ্ভুত সূচির মধ্য দিয়েই চলতে হয়েছে। যার স্পষ্ট প্রভাব খেলোয়াড়দের শরীরের ওপর পড়ছে।


আফগানিস্তানের বিপক্ষে তিন রানের জয়ের ম্যাচের দিন বাঁহাতি ফ্রন্ট লাইন পেসার মুস্তাফিজুর রহমানের পায়ের পেশিতে টান পড়তে দেখা গিয়েছিল। স্পেলের শেষের দিকে শতভাগ ফিট ছিলেন না তিনি। যার কারণে ম্যাচ জুড়ে দুর্দান্ত বোলিং করার পরও সম্পূর্ণ কোটা পূর্ণ করতে পারেননি মুস্তফিজ।



promotional_ad

'মুস্তাফিজ কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছিল, পায়ের পেশিতে টান পড়েছিল তাঁর। আমরা চেয়েছিলাম তাঁকে ১০ ওভার বোলিং করাতে, কিন্তু সে পারেনি। আপনি ওর বোলিং দেখলে বুঝবেন, সে শুধু কাটার করছিল। তাঁর পেশির কারণে ইয়র্কার দিতে পারছিল না।


এখানে অনেক গরম ছিল এবং এটি অনেক কঠিন একটি কাজ ছিল আমাদের জন্য। টানা ৪ দিনে তিনটি ম্যাচ খেলা সহজ ছিল না। কিন্তু দিন শেষে জয় এসেছে, এখন সব কষ্ট মুছে যাবে,' ম্যাচ শেষে বলেছিলেন জয়ী অধিনায়ক মাশরাফি।


তবুও শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং পারফর্মেন্স দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন তিনি। বাংলাদেশের ২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের দ্বিতীয় ইনিংস শেষ ওভারে গড়ায়।



শেষ ওভারে ৮ রান রক্ষা করার কঠিন দায়িত্ব মুস্তাফিজের কাঁধেই বর্তায়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলেরই জয় আবশ্যক ছিল। কিন্তু আরেকবার আফগান রূপকথার বইয়ে নতুন করে পাতা যোগ হতে দিলেন না মুস্তাফিজ। মৃত্যুকূপ থেকে দলকে এনে দিলেন তিন রানের জয়, একই সাথে আশা বাঁচিয়ে রাখলেন এশিয়া কাপ ফাইনালের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball