নিজের পায়ে কুড়াল মারল বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ইনিংসের তখন ২০তম ওভার চলছিল। রশিদ খানের করা প্রথম ওভারের তৃতীয় বলে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে ইনসাইড আউট শট খেলে বাউন্ডারি হাঁকালেন লিটন।
"বেষ্ট শট অব দ্য এশিয়া কাপ," ধারাভাষ্য কক্ষে থাকা লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা এভাবেই এই ওপেনারের শটের ব্যাখ্যা দিলেন। কিন্তু ঠিক পরের বলেই বীভৎস ভঙ্গিতে আউট হলেন লিটন।

পরের বলেই রশিদের করা অফ ষ্ট্যাম্পের উপরে করা ফুল লেন্থের বলকে লেগ সাইডে সুইপ করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন তিনি। ফলাফল, টাইমিং এ গড়বড় করে ত্রিশ গজের ভেতরেই ক্যাচ আউট দারুণ খেলতে থাকা লিটন।
এরপর হাল ধরতে আসা সাকিব আল হাসান রশিদ খানের পঞ্চম বল ব্লক করলেও ষষ্ট বল লেগ সাইডে খেলে সিঙ্গেল নিতে গেলে মুশফিকের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হন।
০ রানে রান আউটের ফাঁদে পড়েন সাকিব। ৪ উইকেট হারানো বাংলাদেশকে আরও বিপদে ফেলেন মুশফিকুর রহিম। ইনিংসের ২২তম ওভারে আবারও ফের রান আউটের শিকার হন মুশফিক।
২০ থেকে ২২ ওভারে দুই রান আউট এবং লিটনের বাজে শট নির্বাচন, ঠিক এখানেই ম্যাচের মোড় বদলে গিয়েছে। ২ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ নিয়ন্ত্রন হারিয়েছে ম্যাচের, হয়তো এই মুহূর্ত তিনটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট বললে ভুল হবে না।